Khakee: The Bengal Chapter: সেই নিবেদনে দেখা যাচ্ছে, চলতি বছর 'খাকি: দ্য বাংলা চ্যাপ্টার' নামের এক সিরিজ আসতে চলেছে। কলকাতার প্রেক্ষাপটে তৈরি হওয়া গ্যাংস্টার-রাজনীতিবিদ ও পুলিশের দ্বৈরথ নিয়ে তৈরি হওয়া'খাকি'-নামের সিরিজে থাকছে টলিউডের বড় তারকারা। খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার-এ অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে জিৎ, পরমব্রত চ্যাটার্জি থেকে শ্বাশত চ্যাটার্জি-র মত টলিউড তারকারা। জিৎ-কে পুলিশ অফিসারের ভূমিকায়, প্রসেনজিতকে নেতার ভূমিকায়। এই প্রথম কোনও সিনেমা বা সিরিজে অভিনয় করবেন টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জিৎ। টিজারে দেখে বোঝাই যাচ্ছে, কলকাতার গ্যাংস্টার রাজের গল্প দেখানো হবে নেটফ্লিক্সের এই সিরিজে।
কবে মুক্তি পাবে
এছাড়াও এই সিরিজে আছেন চিত্রঙ্গদা সিং, মিমো চক্রবর্তী (মিঠুন চক্রবর্তীর ছেলে)। নীরজ পান্ডে নিবেদিত এই সিরিজের পরিচালনা করছেন দেবব্রত মণ্ডল ও তুষার কান্তি রায়। চলতি বছর কবে এই সিরিজি রিলিজ করবে তা এখনও জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, এটি শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।
দেখুন খাকি: দ্য কলকাতা চ্যাপ্টারের টিজার
Kolkata ke sabse khatarnaak gangsters ka hoga sabse shaatir police se saamna, in Khakee: The Bengal Chapter🔥
Khakee: The Bengal Chapter is coming soon, only on Netflix!#KhakeeTheBengalChapter#KhakeeTheBengalChapterOnNetflix#NextOnNetflixIndia pic.twitter.com/cVlJlK9rnV
— Netflix India (@NetflixIndia) February 3, 2025
নেটফ্লিক্সের নজর আঞ্চলিক ভাষায়
১৪৫ কোটির দেশ ভারতে তাদের পসার জমাতে এবার আঞ্চলিক ভাষার সিনেমায় নজর দিতে চাইছে নেটফ্লিক্স। আর তাই সেই লক্ষ্যে বাংলা সিনেমার বড় তারকাদের দিয়ে তাদের কনটেন্ট সাজালো নেটফ্লিক্স।