নয়াদিল্লিঃ নির্বাচনের(Delhi Assembly Election 2025:) হাইভোল্টেজ প্রচার শেষে নির্ধারিত সময়ে শুরু হল দিল্লির ভোটগ্রহণ পর্ব। বুধবার সকাল ৭ টা থেকেই বুথে-বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আর দিল্লিতে ভোটদান প্রক্রিয়া শুরুর ঠিক আগে দিল্লির ভোটারদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। এদিন সাত সকালে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "আজ দিল্লি বিধানসভা নির্বাচনের সব আসনে ভোটগ্রহণ হবে। আমি দিল্লির ভোটারদের পূর্ণ উদ্যম নিয়ে গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি । তাঁরা যেন নিজেদের মূল্যবান ভোট দেন। প্রথমবার ভোটে দিতে যাওয়া যুব প্রজন্মের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে ভোটদান, তারপর বিশ্রাম।"
সকাল সকাল দিল্লি নির্বাচন নিয়ে কী বলছেন মোদী?
প্রসঙ্গত, আজ দিল্লির মোট ১৪ হাজার বুথে চলছে ভোটগ্রহণ। মোট ৭০ টি আসনের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ। ফলাফল জানা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে সরগরম দিল্লির রাজনীতি। আক্রমণ, বিরোধীদের পাল্টা আক্রমণ সবমিলিয়ে জমে উঠেছে দিল্লির লড়াই। এখন শেষ পর্যন্ত দিল্লির মসনসে কে বসে তাই এখন দেখার।
দিল্লির ভোটারদের বিশেষ বার্তা মোদীর
दिल्ली विधानसभा चुनाव में आज सभी सीटों के लिए वोट डाले जाएंगे। यहां के मतदाताओं से मेरा आग्रह है कि वे लोकतंत्र के इस उत्सव में पूरे उत्साह के साथ हिस्सा लें और अपना कीमती वोट जरूर डालें। इस अवसर पर पहली बार वोट देने जा रहे सभी युवा साथियों को मेरी विशेष शुभकामनाएं। याद रखना है-…
— Narendra Modi (@narendramodi) February 5, 2025