Rohit Sharma. (Photo Credits: X)

আগামী বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হতে চলা এই ওয়ানডে সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফির মুখে দুই দলের কাছে প্রস্তুতির বড় মঞ্চ হতে চলেছে। অস্ট্রেলিয়ায় মহাব্যর্থতার পর এই সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার নামতে চলেছেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথী- রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই সিরিজেই ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ এক বছর পর কামব্যাক হচ্ছে ২০২৩ বিশ্বকাপের হিরো মহম্মদ সামির। চোট থাকায় সিরিজের প্রথম দুটি ম্যাচে নেই তারকা পেসার জশপ্রীত বুমরা।

বুমরার পরিবর্তে সিরিজের প্রথম দুটি ম্য়াচতে স্কোয়াডে রাখা হয়েছে কেকেআর-এর পেসার হর্ষিত রানা-কে। টি-২০ সিরিজে অবিশ্বাস্য বোলিং করা কেকেআর-এর তারকা স্পিনার বরুণ চক্রবর্তী-কে শেষ মুহূর্তে ওয়ানডে স্কোয়াডে ঢোকানো হল। স্পেশালিস্ট স্পিনার হিসেবে ওয়ানডে স্কোয়াডে আছেন মোট ৬ জন- রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

খাতায় কলমে টিম ইন্ডিয়ার ব্যাটিং খুবই শক্তিশালী। রোহিত, শুবমনের সঙ্গে আছেন যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারের সঙ্গে আছেন দুই উইকেটকিপার ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। পেসার-অলরাউন্ডার হিসেব থাকছেন হার্দিক পান্ডিয়া।

এক নজরে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ ২০২৫:

ক্রীড়াসূচি

প্রথম ম্যাচ: ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, নাগপুর

দ্বিতীয় ম্যাচ: ৯ ফেব্রুয়ারি, রবিবার, কটক

তৃতীয় ম্যাচ: ১২ ফেব্রুয়ারি, বুধবার, আমেদাবাদ

(তিনটি ম্যাচ শুরু দুপুর দেড়টা থেকে)

স্কোয়াড:

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা (প্রথম দুটি ওয়ানডে), জশপ্রীত বুমরা (শেষ ওয়ানডে)।

ইংল্যান্ড- জোস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, জ্যাকব ব্রেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), জেমি ওভারটন, ব্রেইডন কারসে, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জোফ্রা আর্চার, মার্ক উড, গাস অ্যাটকিনসন, সাকিব মেহমুদ।

টিভিতে সরাসরি কোথায় দেখা যাবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডটিভি ১৮-র বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলাগুলি।

ইন্টারনেটে সরাসরি কোথায় দেখা যাবে?

ডিজনি+হটস্টারে সরাসরি দেখা যাবে সিরিজের সব কটি ম্য়াচ।

পরিসংখ্যান-

ওয়ানডে-তে দুই দল মুখোমুখি

মোট ম্যাচ: ১০৭

জয়: ৫৮

পরাজয়: ৪৪

টাই: ২

ড্র: ৩

ওয়ানডে-তে ভারতের মাটিতে

ভারত জয়ী: ৩৪

ইংল্যান্ড জয়ী: ২৩

ওয়ানডে-তে ইংল্যান্ডের মাটিতে

ভারত জয়ী: ১৮

ইংল্যান্ড জয়ী: ১৭

নিরপেক্ষ দেশে

মোট ওয়ানডে: ১০

ভারত জয়ী: ৬

ইংল্যান্ড জয়ী: ৪

সিরিজের প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে-

রোহিত শর্মা, শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল/ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সামি, আর্শদীপ সিং।

রিজার্ভ বেঞ্চে- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল/ওয়াশিংটন সুন্দর।