CWG 2022: বজরঙ পুনিয়া, সাক্ষী মালিকের সোনা, বার্মিংহ্যামে অষ্টম সোনা ভারতের, ভারত্তোলনের পর এবার কুস্তিতে পদকের ছড়াছড়ি
Sakshi Malik. (Photo Credits: Twitter)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কুস্তিতে পরপর দুটো সোনা এল। মিনিট খানেকের ব্যবধানে ৬টা থেকে আটটা সোনা জেতা হয়ে গেল ভারতের। সোনা আনলেন অলিম্পিক পদকজয়ী দেশের দুই মহাতারকা কুস্তিগীর। প্রথমে চলতি কমনওয়েলথ গেমসে দেশের সপ্তম সোনার পদকটা জেতেন মহাতারকা কুস্তিগীর বজরং পুনিয়া ( পুরুষদের ৬৫ কেজি বিভাগে)। তারপর মহিলাদের ৬২ কেজি বিভাগে  সোনা জেতেন সাক্ষী মালিক। গতবার, গোল্ডকোস্ট কমনওয়েলেথ গেমসেও তিনি সোনা জিতেছিলেন বজরং পুনিয়া। ফ্রি স্টাইল কুস্তির পুরুষদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে কানাডার লাচালান ম্যাকনিলকে হারিয়ে সোনা জিতলেন বজরং। গত বছর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বজরং।

এবার নিয়ে কমনওয়েলথ গেমসে পদক জয়ের হ্যাটট্রিক গড়লেন হরিয়ানার পুনিয়া জেলার ২৮ বছরের তারকা এই কুস্তিগীর। ২০১৪ গ্লাসগো কমনওয়েলেথে রুপো জয়ের পর, পরপর দুটো কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির গড়লেন বজরঙ। তিনিই দেশের একমাত্র কুস্তিগীর যিনি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতেছেন। আরও পড়ুন-অনিশ্চিত রোহিত শর্মা

দেখুন টুইট

২০১৬ রিও অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিকের সোনা জয়টা অনেকটা নাটকীয় ছিল। কারণ ফাইনালে কানাডার আনা গডিনেজ গঞ্জালেসের বিরুদ্ধে সাক্ষী একটা সময় ০-৪ পিছিয়ে ছিলেন। এই প্রথম কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন সাক্ষী।

বজরঙ, সাক্ষীদের সোনা জয়ের আগে মহিলাদের কুস্তিতে রুপো জেতেন আনসু মালিক (মহিলাদের ৫৭ কেজি বিভাগে)। বজরঙ,  সাক্ষীর পর এবার ফাইনালে নামছেন দীপক পুনিয়া (৮৬ কেজি)। ভারত্তোলনের পর এবার কুস্তিতে দেশ অনেক পদক জেতার পথে।

এখনও পর্যন্ত ভারত্তোলনে তিনটি, কুস্তিতে দুটি লন বোলস, টেবল টেনিস, প্যারা পাওয়ার লিফটিংয়ে একটা করে সোনা জিতেছে ভারত। এখনও পর্যন্ত ৮টি সোনার পাশাপাশি ৮টি রুপো ও ৭টি ব্রোঞ্জ জিতেছে ভারত।