Photo Credit Pixbay

গ্রামের একজনের বাড়িতে গত বৃহস্পতিবার ছিল সত্যনারায়ণ পুজোর নেমতন্ন। সেই কারণে অনেকেই খেয়েছিলেন পুজোর প্রসাদ। তবে সেই প্রসাদ খেয়েই বাধে বিপত্তি। অসুস্থ হয়ে পড়লেন ৭০ জনের বেশি মানুষ। যার মধ্যে ৫৫ জন এখনও গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি (Contai) দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতে। মূলত অসুস্থ যাঁরা হয়েছেন তাঁদের সকলেরই জ্বর, বমি, পেটে ব্যাথার মতো উপসর্গ রয়েছে।

প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামবাসীরা

জানা যাচ্ছে, বৃহস্পতিবার গ্রামের কয়েকজন ওই বাড়িতে সত্যনারায়ণ পুজোর প্রসাদ খেয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেরই ওইদিন রাত থেকে আবার কয়েকজনের শুক্রবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে সকলেরই অবস্থা স্থীতিশীল।

তদন্তের দাবি স্থানীয়দের

এদিকে ওই ঘটনার পর যার বাড়িতে পুজো ছিল, তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে অসুস্থদের পরিবারের তরফ থেকে স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার তদন্তের দাবি জানানো হচ্ছে।