দেশের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে অবিশ্বাস্য বোলিং ভারতীয় স্পিনারদের। চিপকের ঘূর্ণি পিচে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিনের অনবদ্য স্পিনের জাদুতে অজিরা মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে গেল। তাসের ঘরের মত ভেঙে পড়ল অজি মিডল অর্ডার। ৩০ রানের মধ্যে অজি ইনিংসের মাঝের পাঁচটা উইকেটের পতন হল। সেখানেই শেষ হয়ে গেল স্মিথদের যাবতীয় প্রতিরোধ। এবারের বিশ্বকাপটা জয় দিয়ে শুরু করতে হলে রোহিত শর্মার দলকে করতে হবে মাত্র ২০০ রান। চিপকের এই পিচে ব্যাট করা সহজ না হলেও অজি অনভিজ্ঞ স্পিনারদের সামনে রোহিত-বিরাটদের কাছে এই রানটা চ্যালেঞ্জের হবে না বলেই মনে করা হচ্ছে। ১৯৯৬ বিশ্বকাপে শেষবার অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাদের প্রথম ম্য়াচে হেরেছিল, ২৭ বছর পর অজিদের সেই ট্র্য়াডিশান ভাঙার মুখে।
এদিন একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১১০ রান। তখন মনে হচ্ছিল চিপকের কঠিন পিচে লড়ার মত একটা রান করতে পারবেন স্টিভ স্মিথরা। কিন্তু কুলদীপ- জাদেজার আক্রমণে আসতেই তাসের ঘরের মত ভেঙে পড়ল ওয়ানডে-তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গর্বের মিডল অর্ডার। স্মিথ (৪৬) লড়াকু ইনিংসে খেলে আউট হতেই, একের পর এক অজি ব্যাটাররা জাদেজাদের স্পিনের সামনে আত্মসমপর্ণ করলেন। পরপর আউট হলেন মার্নাস লাবুশানে (২৭), আলেক্স কারি (০), গ্লেন ম্যাক্সওয়েল (১৫), ক্য়ামেরন গ্রিন (৮)-রা। ২ উইকেটে ১১০ থেকে মাত্র ৩০ রানের মধ্যে অজিরা তাদের সাতটা উইকেট হারায়। আরও পড়ুন-প্রথমবার টি-২০ বিশ্বকাপে খেলবে এখন ভারতের শক্রু এই দেশ
শুরুতে অজি ওপেনার মিচল মার্শ (০) বুমরার দুরন্ত ডেলিভারিতে ফেরার পর দুই অজি তারকা ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথ দারুণ লড়ছিলেন। কিন্তু ওয়ার্নারকে আউট করে ভারতের দিকে খেলার মোড় ঘোরান কুলদীপ যাদব। এরপর আইপিএলের সিএসকে-র ধোনি গড়ে শুরু জাদেজার ম্যাজিক। প্রথমে স্মিথ, তারপর লাবুশানে, কারিকে পরপর ফিরিয়ে অজি ইনিংসে কোমর পুরো ভেঙে দেন জাড্ডু। শেষের দিকে মিচেল স্টার্ক ২৮ রানের ইনিংস না খেললে অজিদের লজ্জা আরও বাড়ত। ৮ উইকেটে ১৬৫ থেকে অজিরা শেষ অবধি ইনিংসের তিন বল বাকি থাকতে ১৯৯ রানে অল আউট হয়ে যায়।
২৮ রান দিয়ে ৩ উইকেট নিলেন জাদেজা। কুলদীপ ২ উইকেট নিলেন ৪২ রান দিয়ে। বুমরা ৩৫ রান দিয়ে নিলেন ২টি উইকেট। সিরাজ, পান্ডিয়া-রা অজি টেলেন্ডারদের একটি করে উইকেট নেন।
সব মিলিয়ে, দুরন্ত ঘূর্ণির ওই লেগেছে পাক... সলিল চৌধুরীর সুরে জনপ্রিয় গানটার প্যারোডি করলে চেন্নাইয়ে অজি ইনিংসকে নিয়ে বলা যায়, চিপকে জাদেজাদের দুরন্ত ঘূর্ণির যেই লাগল পাক, সেই স্মিথদের বনবন বনবন ঘুরতে ঘুরতে ম্যাচের রঙ বদলায়...
চিপকের স্কোরবোর্ড (প্রথম ইনিংসের শেষে)
অস্ট্রেলিয়া: ১৯৯ অল আউট (৪৯.২ ওভার)
(স্মিথ: ৪৬, ওয়ার্নার:৪১, স্টার্ক: ২৮, লাবুশানে: ২৭)।
(জাদেজা: ৩/২৮, কুলদীপ ২/৪২:, বুমরা: ২/৩৫)