Jannik Sinner. (Photo Credits: X)

মেলবোর্ন, ২৬ জানুয়ারি: টানা দু'বার অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে (Australia Open 2025) পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ইতালির জান্নিক সিনার (Jannik Sinner)। টানা দুটো গ্র্যান্ডস্লামে খেতাব জিতলেন সিনার। তাঁর ধুর্ত টেনিসের জন্য সিনারকে অনেকেই ফক্স বা 'শিয়াল' বলে ডেকে থাকেন। ক্যাঙারুর দেশে গত কয়েক বছর ধরে চলা জকোভিচের রাজ থামিয়ে এখন শিয়ালের রাজ। রবিবার রড লেভার এরিনায় ফাইনালে শীর্ষ বাছাই সিনার ৬-৩,৭-৬,৬-৩-এ দ্বিতীয় বাছাই জার্মানির আলেজকান্ডার জেভরেভ-কে হারিয়ে তাঁর কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম জিতলেন। জেভরেভ কোনও ব্রেক পয়েন্ট জেতায়, একবারে একপেশেই হল এদিনের ফাইনাল।

জকোভিচের উত্তরসূরি

রজার ফেডেরার, রাফায়েল নাদালের অবসর, আর ৩৭-এর নোভাক জকোভিচের ক্রমশ অবসরের দিকে এগিয়ে যাওয়ার সময় টেনিস বিশ্বে একাধিপত্য করার বার্তা পাঠালেন। ফেডেরার, নাদাল, জকোভিচের যে তিনি যোগ্য উত্তরসূরি হতে চলেছেন, এমন জিনিসটা এই ইতালিয়ান মহাতারকার সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে।

সিনারের কীর্তি

গত পাঁচটি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে তিনটিতেই খেতাব জিতেছেন, পেশাদার সার্কিটে টানা ২১টি ম্যাচে অপরাজিত আছেন, অস্ট্রেলিয়ান ওপেনে টানা ১৪টি ম্যাচ জয়, গ্র্যান্ডস্লামে শেষ ১৪টি ম্যাচে ১৪টি-তেই জয়, হার্ড কোর্টে পুরোপুরি অপরাজেয় দেখানো-২৩ বছরের ইতালির সান ক্যানডিডোর টেনিস মহাতারকা একেবারে একপেশে রাজ করছেন। তবে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেও সিনার এখনও উইম্বলডন কিংবা ফরাসি ওপেনের ফাইনালে উঠতে পারেনি।

ট্রফি হাতে সিনার

ডোপ বিতর্কে জড়ান

আগামী দুটি গ্র্যান্ডস্লাম- ফরাসি ওপেন ও উইম্বলডনে সিনারের সামনে সুযোগ সব ধরনের কোর্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। ক মাস আগে ডোপিং বিতর্কে জড়ানোর পর, নিজেকে দারুণভাবে ফিরিয়ে এনেছেন সিনার। বয়সের ভারে সিংহাসন হারানো নোভাক জকোভিচ, আর কিছু টেকনিকের সমস্যায় ভোগা আলকারাজের সামনে চ্যালেঞ্জে 'শিয়াল'-এর দাপট থামিয়ে দেওয়া।

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ চ্যাম্পিয়নরা-

পুরুষদের সিঙ্গলস: জান্নিক সিনার (ইতালি)

মহিলাদের সিঙ্গলস: ম্যাডিসন কিস (মার্কিন যুক্তরাষ্ট্র)

পুরুষদের ডবলস: হেনরি পাট্টেন (ব্রিটেন), হ্যারি হ্যালোভারা (ফিনল্যান্ড)

মহিলাদের ডবলস: টাউনসেন্ড (আমেরিকা), সিনিয়াকোভা (চেক প্রজাতন্ত্র)

মিক্সড ডবলস: ওলিভিয়া গাদেস্কি, জন পিয়ার্স (অস্ট্রেলিয়ান জুটি)