Donald Trump (Photo Credit: X)

দিল্লি, ২৭ জানুয়ারি: অনুদান বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কোনও দেশকে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র (US) আর অনুদান দেবে না। শপথ নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে এমনই ঘোষণা করেছিলেন ট্রাম্প। যেমন কথা তেমনি কাজ। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসে সমস্ত দেশের সব ধরনের অনুদান ডোনাল্ড ট্রাম্পের তরফে বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে কোন দেশকে আমেরিকা (America) কত অনুদান দিত, সে বিষয়ে প্রশাসনকে সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 'আমেরিকা ফার্স্ট' বলে যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করেন, মার্কিন প্রেসিডেন্ট পদে বসে তিনি তা অক্ষরে অক্ষরে পালন করছেন।

ট্রাম্প প্রশাসনের আধিকারিক জানান, আমেরিকার সাধারণ মানুষের আয়করের অর্থ দিয়ে কোনও বিদেশকে অযাচিতভাবে আর সাহায্য করা হবে না। দেশের সাধারণ মানুষের যে কষ্টার্জিত অর্থ, তা দিয়ে আর কোনওভাবে বিদেশি শক্তিকে সাহায্য করে, দাতার ভূমিকায় আমেরিকা হাজির হবে না বলে স্পষ্ট জানানো হয় ট্রাম্প প্রশাসনের তরফে।

আরও পড়ুন: Donald Trump: আমেরিকার 'দান খয়রাতি' শেষ করলেন ট্রাম্প, সেনা সাহায্য বন্ধ হলে রাশিয়ার হাত থেকে কতটা নিরাপদ ইউক্রেন? প্রশ্ন উঠছে

প্রসঙ্গত আমেরিকায় ক্ষমতা দখল করেই ডোনাল্ড ট্রাম্প ইজিপ্ট থেকে ইউক্রেন, প্রায় অনেক দেশের অনুদান বন্ধ করে দিয়েছেন। ফলে আমেরিকা অনুদান বন্ধ করায়, ইউক্রেনের সেনা বহর কীভাবে রাশিয়ার সঙ্গে লড়বে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।