Donald Trump (Photo Credit: Instagram)

দিল্লি, ২৫ জানুয়ারি: মার্কিন মুুলুকের (US) মসনদে বসেই কড়া সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। এবার ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকা থেকে যে সমস্ত সাহায্যে যেত, তা বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু মুখে বলেই ক্ষান্ত হননি ট্রাম্প, হাতে কলমে কাজ করেও দেখালেন। ইউক্রেনও সমস্ত অনুদান বন্ধ করল ট্রাম্প প্রশাসন। তবে ইজরায়েল এবং ইজিপ্টকে ছাড় দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 'গোটা বিশ্বের সবচেয়ে বড় ডোনার মার্কিন যুক্তরাষ্ট্র।' এবার সেই আমেরিকায় দান খয়রাতি বন্ধ করছে বলে খবর। ইজরায়েল এবং ইজিপ্টে সেনা সাহায্য এবং খাবারের ক্ষেত্রে আমেরিকা কার্পণ্য আপাতত করবে না বলে খবর।

ট্রাম্প প্রশাসন সূত্রে খবর, আমেরিকার নয়া সরকার কোনওভাবে বিশ্বের আর কোনও দেশকে নতুন করে সাহায্য করবে না।  প্রেসিডেন্ট পদে বসে, 'আমেরিকা ফার্স্ট' বলে যে নীতি ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করেন, তা এবার পদে পদে মানা হবে বলেই স্পষ্ট জানানো হয়েছে ওয়াশিংটনের তরফে।

যার জেরে রাশিয়ার হানাদারি বন্ধ করতে ইউক্রেনে যে মুড়ি মুড়কির মত সেনা সাহায্য আমেরিকা থেকে যেত বাইডেনের সময়ে, সে ক্ষেত্রে ভাটা পড়ছে বলেই খবর। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সরকার অযথাভাবে কোনও দেশকে আর সাহায্য করবে না বলেই স্পষ্ট জানানো হয়েছে।