মুম্বই, ২৫ জানুয়ারিঃ সদ্য মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত 'ছাবা'র (Chhaava) ট্রেলার। ছবিতে ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি (Vicky Kaushal)। ইতিহাসের পাতা থেকে তুলে আনা কাহিনীকে কেন্দ্র করে নির্মিত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনের। বিশেষ করে সম্ভাজি মহারাজের চরিত্রে অনবদ্য ভিকি। 'ছাবা'র ট্রেলার মুক্তির পরেই ছবি ঘিরে উঠল প্রতিবেদের রেশ। মারাঠা সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে, মুক্তির আগে ইতিহাসবিদদের এই ছবি দেখাতে হবে। যাতে তাঁরা ছবির প্রেক্ষাপটের ঠিক ভুল নির্ধারণ করতে পারেন।
মরাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত 'ছাবা'র চিত্রনাট্য। বলি অভিনেতা ভিকি কৌশলকে সম্ভাজির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। ভিকির বিপরীতে রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। ছবির ট্রেলারে ভিকি এবং রশ্মিকাকে 'লেমিজ'এর সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে। এই লেমিজ মহারাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। ছবির নৃত্যদৃশ্যে এই বাদ্যযন্ত্রের ব্যবহারে শুক্রবার কিছু মারাঠা সংগঠনের তরফে প্রতিবাদ মঞ্চের আয়োজন করা হয়েছিল। তাঁদের দাবি, নির্মাতাদের উচিত ঐতিহাসিকদের কাছে সিনেমাটি দেখানো। তাঁদের সবুজ সংকেত পাওয়ার পরেই প্রেক্ষাগৃহে ছাবা মুক্তি পাওয়া দরকার।
প্রাক্তন রাজ্যসভার সাংসদ সম্ভাজিরাজে ছত্রপতিও এই একই দাবিতে সরব হয়েছেন। তিনি বলেন, 'ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন এবং তাঁর বীরত্বপূর্ণ রাজত্বকে তুলে ধরে নির্মিত ছবিটি প্রশংসনীয়। পরিচালক লক্ষ্মণ উতেকর এবং তাঁর দল আমাকে ছবির ট্রেলার দেখিয়েছেন। আমি তাঁদের বলেছি যে মুক্তির আগে আমি পুরো ছবিটি দেখতে চাই। এই গুরুত্বপূর্ণ গল্পটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্যে আমি ছবিটি ইতিহাসবিদদের দেখানোর প্রস্তাব দিয়েছি নির্মাতাদের'। তবে প্রাক্তন সাংসদ আক্ষেপের সুরে এও বলেন, নির্মাতাদের তরফে এখনও ইতিহাসবিদদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ছাবা'।