প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ পুনেতে (Pune)ছড়াচ্ছে বিরল স্নায়ুরোগ গিলান-বারি সিন্ড্রোম(Guillain-Barre Syndrome)। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৪। ভেন্টিলেশনে ১৩ জন। ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুনে মিউনিসিপাল কর্পোরেশনের তরফে। শনিবার এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন ৬ জন। পরিস্থিতি সামলাতে গঠন করা হয়েছে 'র‍্যাপিড রেসপন্স টিম'। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে ICMR-NIV-তে। আক্রান্তদের রক্ত, মল, লালারস, থুতু ও মূত্রের নমুনা পরীক্ষার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে বলে খবর।

পুনেতে বাড়ছে বিরল স্নায়ুরোগ গিলান-বারি সিন্ড্রোম

জানা গিয়েছে, এটি একটি বিরল স্নায়ুজনির রোগ। যা সংক্রমণের পর শরীরের প্রতিরোধ্য স্নায়ুগুলিকেই সর্বপ্রথম আক্রমণ করে। এই রোগের উপসর্গগুলি ভীষণই সাধারণ। যেমন- হাত-পা অসাড় হয়ে আসা, দুর্বল লাগা, খাবার গিলতে অসুবিধা ইত্যাদি। এমনকী শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া ডায়রিয়া ও পেটে ব্যথার মতো লক্ষণ দেখা দেয়। সাধারণ খাবারে বিষক্রিয়া বা দূষিত জল থেকেই হয় এই রোগ ছড়ায়।

পুনেতে ভয় ধরাচ্ছে বিরল স্নায়ুরোগ গিলান-বারি সিন্ড্রোম