শ্রীনগর, ২৭ জানুয়ারি: জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) আতঙ্ক। এবার কোনও সন্ত্রাসবাদী হামলা নয়, কাশ্মীরের বাদহালে ছড়াচ্ছে এক অজানা রোগ। যার জেরে ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাদহালে যে রহস্যময় রোগ ছড়াচ্ছে, তার নাম কী বা কোথা থেকে এই ভাইরাসের আগমণ, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে অজানা রোগের (Mystery Illness) জেরে ১৭ জনের মৃত্যু হতেই, সেখানে কনটেইনমেন্ট জ়োন তৈরি করা হয়েছে। ঘিরে দেওয়া হয়েছে গোটা এলাকা। যেখান থেকে মানুষ কোথাও যেমন বেরোতে পারছেন না, তেমনি বাইরের কেউ প্রবেশও করতে পারছেন না সেখানে। ফলে ২৬ জানুয়ারি উপলক্ষ্যে বাদহালে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাও বাতিল হয়ে যায় বলে জানা যায়।
পরপর ১৭ জনের মৃত্যুর পর গোটা এলাকা ঘিরে দেয় প্রশাসন...
#WATCH | Rajouri, J&K | CFSL (Central Forensic Science Laboratory, Chandigarh) team deployed for investigation as 17 deaths have been reported in Budhal village since December 2024 due to a 'mysterious illness.' pic.twitter.com/uOJx0x1A4w
— ANI (@ANI) January 22, 2025
সংবাদ সংস্থা সূত্রে খবর, কাশ্মীরের এই বাদহালে ৩৫০ জন বাসিন্দার বসবাস। এই ৩৫০ জনের উপর নজর রাখা হয়েছে। তাঁদের সংস্পর্শে যাতে কেউ আসতে না পারেন, তার জন্য কনটেইনমেন্ট জ়োন তৈরি করেছে প্রশাসন।
কী কারণে হঠাৎ করে এই রোগ ছড়াতে শুরু করেছে, সে বিষয়ে কোনও কারণ এখনও পর্যন্ত সামনে আসেনি। ফলে অজানা আতঙ্কে ওই এলাকার মানুষ ভুগতে শুরু করেছেন।