মুম্বই, ২৬ জানুয়ারিঃ অভিনেতা সইফ আলি খানের উপর হামলার (Saif Ali Khan Attacked) ঘটনার তদন্তে নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, হামলার পর অভিনেতার বাড়ি থেকে সংগ্রহ করা আঙুলের ছাপের সঙ্গে ধৃত শরিফুল ইসলামের আঙুলের ছাপের মিল নেই। তবে কি ধৃত ব্যক্তি আদেও অভিযুক্ত নন। আগের দুবারের মত এইবারেও ভুল ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক প্রশ্ন দানা বাঁধছে।
১৬ জানুয়ারি নিজের বাসভবনেই আততায়ী হামলার শিকার হন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে শরিফুল ইসলাম শেহজাদকে। তবে শরিফুলকে গ্রেফতারির আগে সম্ভাব্য অভিযুক্ত ভেবে দুজনকে গ্রেফতার করা হয়েছিল।
সইফ-কাণ্ড তদন্তে নয়া মোড়ঃ
হামলার ঘটনার তদন্তে মুম্বই পুলিশ সইফের অ্যাপার্টমেন্ট থেকে ১৯টি আঙুলের ছাপ সংগ্রহ করে। আঙুলের ছাপগুলি পরীক্ষার জন্যে রাজ্য অপরাধ তদন্ত বিভাগের ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট মামলায় নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে। সূত্রের খবর, পরীক্ষার পর অপরাধ তদন্ত বিভাগের তরফে মুম্বই পুলিশকে জানানো হয়েছে, পরীক্ষার ফলাফল নেতিবাচক এসেছে। অর্থাৎ, সইফের বাড়ি থেকে উদ্ধার হওয়া আঙুলের ছাপের সঙ্গে ধৃত শরিফুল ইসলামের আঙুলের ছাপের মিল নেই। শরিফুলও কি তবে আসল অভিযুক্ত নন?
এরই মাঝে জানা যাচ্ছে আরও একটি বড় তথ্য। হামলার পর অভিনেতা চিকিৎসার জন্যে গিয়েছিলেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। চিকিৎসা চলাকালীন হাসপাতাল বিবৃতি জারি করে এবং বান্দ্রা পুলিশ জানিয়েছিল, ছুরির আঘাতে গুরুতর জখম অভিনেতা। এদিকে ফরেন্সিক তদন্ত অনুযায়ী, সইফের শরীরের ক্ষতগুলি ধারালো নয়, কোনও ভোঁতা অস্ত্রের আঘাতে হয়েছে।
হাসপাতাল এও দাবি করেছে, অস্ত্রোপচার করে সইফের মেরুদণ্ডের কাছ থেকে ছুরির ২.৫ ইঞ্চির একটি টুকরো বার করা হয়েছে। এমনকি সেই টুকরো ছুরির ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন লীলাবতীর চিকিৎসকেরা। দুই ভিন্ন তথ্য ঘিরে আরও জটিল হচ্ছে সইফ-কাণ্ড।