নয়া দিল্লি, ২৬ জানুয়ারিঃ ভারত সফরে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তিন দিনের ভারত সফরে এসেছেন তিনি। সুবিয়ান্তোর এটি প্রথম ভারত সফর। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্যে শনিবার নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সুবিয়ান্তোর পাশাপাশি ভারত এবং ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধিদেরও এদিন রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি ভবনের অন্দরের একটি ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধিরা মাইক হাতে বলিউড গান গাইছেন। তাও আবার শাহরুখ-কাজলের ছবির।
চলচ্চিত্র নির্মাতা করণ জোহার (Karan Johar) পরিচালিত ১৯৯৮ সালের ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'র (Kuch Kuch Hota Hai) টাইটেল ট্র্যাক গাইতে শোনা গেল ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের। সেই গান মুগ্ধ হয়ে শুনছেন উপস্থিত সকল অতিথিরা। গান শেষ হতেই অনুষ্ঠান হল করতালিতে ভোরে উঠল।
শাহরুখ-কাজলের ছবির গান ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের কণ্ঠেঃ
#WATCH | Delhi: A delegation from Indonesia sang Bollywood song 'Kuch Kuch Hota Hai' at the banquet hosted by President Droupadi Murmu in honour of Prabowo Subianto, President of Indonesia at Rashtrapati Bhavan. The delegation included senior Indonesian ministers.
The… pic.twitter.com/VH6ZHRTbNS
— ANI (@ANI) January 25, 2025
ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধিদের কণ্ঠে নিজের ছবির গান শুনে মোহিত অভিনেত্রী কাজল (Kajol)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে মুগ্ধ অভিনেত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'বলিউডের ঐক্যের শক্তি আবারও জ্বলজ্বল করছে। ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের কুছ কুছ হোতা হ্যায় গাওয়া আমার কাছে হৃদয়গ্রাহী শ্রদ্ধাঞ্জলি। সত্যিই সম্মানিত'।
কাজলে টুইটঃ
Bollywood’s power to unite shines again! The Indonesian delegation singing Kuch Kuch Hota Hai is such a heartwarming tribute. Truly honored! ❤️🌏 #KuchKuchHotaHai #IndiaIndonesia https://t.co/Bg0WfProvn
— Kajol (@itsKajolD) January 26, 2025