নয়াদিল্লি: গাজীপুর ব্যাগের ভেতর থেকে পোড়া দেহ উদ্ধার। গতকাল মৃতদেহটি উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে মৃত মহিলার বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। সোমবার দুই জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে আসে এক ব্যক্তি গাড়ি থেকে ব্যাগটি ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুললে তার ভেতরে এক মহিলার পোড়া দেহ দেখতে পায়।
দিল্লির ডিসিপি অভিষেক ধনিয়া বলেন, ‘আমরা ভোর ৪:১০ নাগাদ একটি পিসিআর কল পাই যেখানে একটি পোড়া দেহের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাই যে দেহটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে এবং এখনও দেহটি শনাক্ত করা যায়নি... ফরেনসিক প্রমাণের ভিত্তিতে বলা যেতে পারে যে মৃত ব্যক্তির বয়স ২০-৩৫ বছরের মধ্যে। চারটি দল তদন্ত করছে...।’
আগুনে পোড়া দেহ উদ্ধার
#WATCH | Delhi: DCP East Abhishek Dhania says, "We received a PCR call at around 4:10 am informing about a burnt body. On reaching the spot, we found the body completely burnt and the body has yet not been identified... Based on forensic evidence, it can be said that the deceased… pic.twitter.com/acb4crLDHu
— ANI (@ANI) January 26, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)