নয়াদিল্লি:  প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan Festival 2024)। এই দিনে বোনেরা তাঁদের ভাইয়ের রাখি বাঁধে। পুরাণ মতে, মহাভারতের শিশুপাল বধ হত্যায় শ্রীকৃষ্ণের রক্তাক্ত হাতে ওড়না বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী। ভাইকে রক্ষায় বোনের সেই বাঁধন দেশজুড়ে পালিত হয় রাখি বন্ধন উৎসব।ইংরেজরা দেশ ছাড়ার আগে বঙ্গভঙ্গ আইনে যখন দুই বাংলা ভাগ হয়ে যাচ্ছে, সেই অশান্ত সময়ে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভাই-বোনের সম্পর্কের বাইরেও সমাজকে একসুতোয় বাঁধার জন্য সকলের হাতে রাখি পরানোর ডাক দিয়েছিলেন তিনি।

আজ রাখি বন্ধন উৎসব, দেশ জুড়ে পালিত হচ্ছে এই উৎসব, বোনেরা তাঁর ভাইয়ের হাতে রাখি বেঁধে দিচ্ছেন, অনেকেই বোনের হাতে রাখি বাঁধতে দূরদূরান্ত থেকে পৌঁছে গেছে তাঁদের বোনের কাছে। তবে দেশের সেনারা তাঁদের কর্তব্য ছেঁড়ে বোনের কাছে পৌঁছোতে পারেননি, তবে এতে তাঁদের রাখি উৎসব থেমে নেই, তাঁরা পাশে পেয়েছেন অনেক বোনকে, সংবাদ সংস্থা এএনআই জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) উরি সেক্টরের এলওসি বরাবর সোনি গ্রামের একটি ভিডিও শেয়ার করেছে, ভিডিওতে দেখা যাচ্ছে, কর্তব্যরত সেনাদের হাতে রাখি বেঁধে দিচ্ছেন একদল স্থানীয় মুসলিম নারী, তাঁরা সেনাদের হাতে রাখি বেঁধে তাঁদের মিষ্টি খাওয়াচ্ছেন।

দেখুন

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)