তন্নতন্ন করেও কোথাও ঘর বাড়া পাচ্ছিলেন মন্থন গুপ্ত। বেঙ্গালুরুতে ঘরভাড়া পাওয়া তো আর চারটি খানি কথা নয়। দালাল ধরে, অনলাইনে গিয়েও মেলেনি পছন্দসই ঘর। কোথাও ঘরভাড়া সাধ্যের বাইরে, তো কোথাও রুম একেবারে ছোট, কোথাও আবার নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। আর এইসবগুলো এক জায়গায় পেয়ে অনেক কষ্টে একটা থাকার জায়গার ঘরভাড়া পেয়ে গেলেন মন্থন।

সোশ্যাল মিডিয়ায় নিজের সেই ঘরটা পোস্ট করলেন মন্থন। ছবিতে দেখেই মনে হবে ঘরটা ছোট। ঘরটায় আছে একটা ছোট বিছানা, ছোট কাপবোর্ড আর একটা টেবিল। সবটা দেখে মনে হবে একা থাকার পক্ষে মন্দ নয়। তবে একটা একটু কিন্তু কিন্তু ঠেকবে বাকিটা শোনার পর। মন্থনের ঘরটা কিন্তু আর চার-পাঁচটার মত নয়। মন্থন ভাড়া করেছেন একটা জেলের সেল। সেখানে নিরাপত্তাজনিত কোনও সমস্য়া নেই। পুলিশ সব সময় ঘুরছে। মন্থন জেলের সেল ভাড়া করে বেজায় খুশি। বললেন, "আমি সত্যিই ভাগ্যবান।"আরও পড়ুন-ছোট ব্রা, মিনি স্কার্ট পরে ফের ভাইরাল মেট্রোয় দিল্লির সেই মেয়ে, নেটিজেনদের ক্ষোভের মুখে 'ভাইরাল গার্ল'

দেখুন মন্থনের নতুন ভাড়া করা ঘর (জেলের সেল)

মন্থনের এমন পোস্টের পর নেটিজেনরা প্রতিক্রিয়া দিতে শুরু করেন। বেঙ্গালুরু নিবাসী একজন ইউজার লেখেন, আমার ঘরের থেকে এটা ভাল। কারণ এখানে সূর্যের আলো ঢুকছে। যতই জেল হোক, আমার রুমের থেকে ভাল দেখছি।"

আরেকজন আবার লিখলেন, " আমার রুমের থেকে ২০ শতাংশ ছোট ঠিকই তবে ওখানে কিন্তু নিরাপত্তা নিয়ে কোনও সমস্য়া নেই। যেটা আমার কাছে সমস্যার।" আরেকজন মন্নের পোস্টে কমেন্ট করেন, " আমার মনে হয় জেলের এই ঘর ভাড়া করে থাকাটা জীবনের কাছে শিক্ষার। এটা মানুষকে ফোকাস করতে সাহায্য করবে। কিছু ভাল অভ্যাস তৈরি করবে, আর নিজের ভাল-খারাপ নিয়ে ভাবার সময় দেবে।"