নয়াদিল্লিঃ ব্যক্তিগত আক্রোশের জের। শ্যালিকাকে ধর্ষণ(Rape) করে খুন(Murder) করল জামাইবাবু। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মুজ্জফরনগরে(Muzaffarnagar)। জানা গিয়েছে, অভিযুক্তের নাম আশিস। দুই সঙ্গীর সঙ্গে মিলে গোটা ঘটনা ঘটায় সে। তদন্তে নেমে জানা গিয়েছে, শ্যালিকাকে পছন্দ করত অভিযুক্ত। তাঁকে বিয়ের প্রস্তাবও সেয় সে। কিন্তু তাতে রাজি না হওয়ায় খুন হতে হল ২১ বছরের ওই তরুণীকে।
জামাইবাবুর লালসার শিকার ২১ বছরের তরুণী
গত ২১ জানুয়ারি নিহত তরুণীকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় অভিযুক্ত। এরপর সঙ্গীদের সঙ্গে মিলে তরুনীকে গণধর্ষণ করে সে। পরে নির্যাতিতাকে খুন করে তারা। প্রমাণ লোপাটের জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হয় দেহ। ইতিমধ্যেই অভিযুক্ত আশিসসহ তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে তার, এমনটাই পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, খুনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় শ্যালিকাকে ধর্ষণ করে খুন জামাইবাবুর
Muzaffarnagar Shocker: Woman Raped, Killed by Elder Sister’s Husband Who Wanted To Marry Her; Accused Burn Body To Destroy Evidence https://t.co/qJW6ZPFKv0#Muzaffarnagar #UttarPradesh #Crime
— LatestLY (@latestly) February 2, 2025