West Bengal Weather on Saraswati Puja (Photo Credits: IANS)

আজ ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো (Saraswati Puja 2025)। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবীর আরাধনা করা হয়। স্কুল, কলেজগুলোতে আড়ম্বরতার সঙ্গে উদযাপিত হয় সরস্বতী পুজো। পড়ুয়ারা নিজের হাতে পুজোর জোগাড় করেন। খিচুড়ি আর আলুর দমের সঙ্গে জমে ওঠে সরস্বতী পুজোর দুপুরের ভোজ।

সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day)। শাড়ি, পাঞ্জাবি পরে প্রিয় মানুষটার হাত ধরে ঘুরে বেরানো সম্ভব হয় এই দিনটিতেই। তাই তো বছরভর আজকের দিনটার জন্যেই অপেক্ষা করেন তরুণ, তরুণীরা। এদিকে সরস্বতী পুজোর সকাল থেকে আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। সূর্য্যি মামা মুখ লুকিয়েছে। কুয়াশায় ঢেকে রয়েছে সর্বত্র। রবিবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা রাজ্য। কোথাও কোথাও আকাশের দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে গিয়েছে। যার ফলে রাস্তাঘাটে যান চলাচলের গতি ধীর রাখতে হয়েছে।

সরস্বতী পুজোয় সকাল থেকে মুখ ভার আকশেরঃ

ঘন কুয়াশায় ঢাকা মালদা জেলা...

ঘন কুয়াশার কারণে পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়ক-৬০-এ দৃশ্যমানতা কম...