কলকাতা, ৮ অক্টোবর: এবছরের মত শেষ হল দুর্গাপুজো। আজ দশমী (Dashmi)। সকালে দশমীর আরতি, বরণ ও মিষ্টিমুখের পর শুরু হয়ে গেলো প্রতিমা নিরঞ্জনের পালা। দেবীর বিদায়ের সুর চারিদিকে। ঘরের ঠাকুর, বনেদি বাড়ির প্রতিমা ও ছোট পুজোগুলির প্রতিমা নিরঞ্জন হবে আজ। তার আগে হবে শোভাযাত্রা। এরপর বড় পুজোগুলির প্রতিমা বিসর্জন শুরু হবে কাল থেকে। কার্নিভালের আয়োজন করা হবে। সেখানে যাবে বড় প্রতিমাগুলি। এরপর হবে এবছরের মত পুজোর সমাপ্তি।
আজ থেকেই আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে কলকাতা শহর সংলগ্ন সমস্ত শহরতলির ঘাটগুলি। শোভাযাত্রা ও প্রসেশনের জন্য রাস্তায় খানিকটা যান চলাচল ব্যাহত হতে পারে। বাবুঘাট, বাজে কদম তোলা ঘাটগুলিতে রয়েছে বিশেষ নিরাপত্তা। ট্রাফিক ব্যবস্থা রয়েছে আঁটোসাঁটো। আরও পড়ুন, দশেরার শুভেচ্ছায় সচিন তেন্ডুলকরের টুইট বার্তা
আগামী বছর মহালয়ার (Mahalaya) একমাস পর অনুষ্ঠিত হবে দুর্গাপুজো (Durga Puja)। যা কিনা শারদোৎসবের ইতিহাসে বিরল৷ এমনিতে মহালয়ার ছ’দিন পর মহাষষ্ঠীতে (Maha Sasthi) হয় দেবীর বোধন (Bodhan)৷ সেই ভাবেই বাঙালি পুজোর প্রস্তুতি নেয়৷
এবছরও মহালয়ার আগের দিন থেকে কলকাতায় (Kolkata) পুজোর উদ্বোধন শুরু হয়েছে৷ কিন্তু সামনের বছর মহালয়ার ৩৫ দিন পর হবে দুর্গাপুজো৷ ২০২০ সালে মহালয়া ১৭ সেপ্টেম্বর৷ আর দেবীর বোধন অর্থাৎ মহাষষ্ঠী ২২ অক্টোবর৷ পুরোহিতদের দাবি অনুযায়ী দু’টি অমাবস্যা পড়ায় মল মাস হয়ে যাবে ১৪২৭ বঙ্গাব্দের আশ্বিন মাস৷ তাই আগামী বছর পুজো শরতে নয়, হবে কার্তিকে। ২১ অক্টোবর ২০২০ তে শুরু হচ্ছে পঞ্চমী।