প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বৃহস্পতিবার ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গিতে। জানা যাচ্ছে, কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ারের হাত পা বেঁধে ফেলে রেখে সোনার দোকান লুট করে একদল দুষ্কৃতী। এমনকী দোকান লাগোয়া সিসিটিভি ক্যামেরা কোথাও ভাঙা হয়, কোথাও আবার কাপড় দিয়ে আড়াল রেখে ঘটনাটি ঘটায় দুষ্কৃতীরা। যদিও দোকানের লকার ভাঙার হাজার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় দামী সোনার গয়নাগুলি হাতাতে পারেনি বলে দাবি পুলিশের। তবে গোটা ঘটনার তদন্তু শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।

সিভিক ভলেন্টিয়ারদের ধরে ফেলে দুষ্কৃতীরা

জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোরের দিকে ফরিদপুর পাকুড়দিয়া বাজার এলাকায় টহল দিচ্ছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার। তখন তাঁরা সন্দেহজনক কিছু আওয়াজ পান। তারপর তাঁরা সেখানে যেতেই পেছন থেকে হামলা চালায় ডাকাতদল। দড়ি দিয়ে হাত-পা বেঁধে দিয়ে একটি ফাঁকা ঘরে তাঁদের রেখে দেয় দুষ্কৃতীরা। তারপর দোকানের দরজা ভেঙে ভেতরে ঢোকে অভিযুক্তরা।

লকার ভাঙতে ব্যর্থ দুষ্কৃতীরা

যদিও কত টাকার জিনিসপত্র খোওয়া গিয়েছে তা এখনও পরিস্কার নয়। তবে পুলিশ জানিয়েছে দোকানের মধ্যে থাকা লকার তাঁরা ভাঙতে পারেনি। সেই কারণে বড়সড় কিছু খোওয়া যায়নি। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে কোনওমতে দুই সিভিক ভলেন্টিয়ার দড়ি খুলে উর্ধ্বতন আধিকারিকদের খবর দেয়। তাঁরাই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। যদিও ডাকাতদলে কাছে বন্দুক সহ একাধিক অস্ত্র ছিল বলে জানিয়েছেন আটক হওয়া ভলেন্টিয়াররা।