জলঙ্গি (Jalangi River) থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। শুক্রবার রাতে নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তখনই তাঁরা পুলিশে খবর দেয়। এরপর গভীর রাতে উদ্ধার করা হয় মৃতদেহটি। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের (Krishnanagar) কোতয়ালি থানা এলাকার নরেন্দ্রনগর এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্বিজেন্দ্র সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফলে এটা নিতান্তই আত্মহত্যার ঘটনা নাকি অন্যকিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মানসিক অবসাদের কারণে আত্মহত্যা
পুলিশসূত্রে খবর, মৃত ব্যক্তির নাম স্বপন বিশ্বাস (৫০)। কয়েকবছর আগেই তাঁর স্ত্রীয়ের মৃত্যু হয়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই পঞ্চাষোর্ধ্ব ওই ব্যক্তি। হামেশাই নেশাগ্রস্থ অবস্থায় ঘোরাঘুরি করতেন। রাতে মাঝেমধ্যে বাড়িও ফিরতেন না। শুক্রবার তিনি সকাল থেকই বাড়ি ছিলেন না। তারপর রাতে পরিবারের কাছে খবর আসে।
শোকাহত পরিবার
মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ পরিবার। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটা দুর্ঘটনা বা খুন বলেও অনেকে মনে করছেন। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।