Swara Bhasker (Photo Credit: Instagram)

ফের সমালোচনার মুখে স্বরা ভাস্কর (Swara Bhasker)। এবার ভিকি কৌশলের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ছাভায় দর্শকের আবেগ নিয়ে মন্তব্য করায় কটাক্ষের মুখে পড়েন স্বরা। ছাভাতে ভিকি কৌশলকে  যেখানে অত্যাচার করা হচ্ছে, সেই দৃশ্য দেখে বহু দর্শক আবেগপ্লুত হয়ে পড়েন। যা নিয়ে মন্তব্য করে বসেন স্বরা। অভিনেত্রী বলেন, ছাভাতে যখন শাম্ভাজির উপর অত্যাচার করছে মুঘলরা, তা দেখে অনেক মানুষের হৃদয় কাঁদছে। অথচ সেই মানুষরাই কখনও মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় মন্তব্য করেননি কোনও। তাঁদের ওসব বিষয়ে কষ্টও হয়নি বলে মন্তব্য করতে শোনা যায় স্বরাকে। 'এই সমাজের মগজ এবং আত্মা, দুটোরই মৃত্যু হয়েছে' বলেও স্বরা মন্তব্য করেন। অভিনেত্রীর ওই মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। স্বরা কার্যত ধর্মান্ধ হয়ে গিয়েছেন বলে কড়া সমালোচনা করা হয়। যা নিয়ে অবশ্য পালটা মন্তব্য স্বরা ভাস্করের মুখে শোনা যায়নি।

দেখুন স্বরা ভাস্কর কী লেখেন...