Maha Kumbh (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২০ ফেব্রুয়ারি: পূণ্য অর্জনের চক্করে মাকে ঘরে বন্দি করে রেখে মহাকুম্ভে (Maha Kumbh 2025) চললেন ছেলে। স্ত্রী, সন্তান, শ্বশুরবাড়ির লোককে নিয়ে মহাকুম্ভের পথে পাড়ি দেন ছেলে। ঝাড়খণ্ডের রামগড় থেকে এমনই একটি খবর প্রকাশ্যে আসে। জানা যায়, ৬৫ বছরের অসুস্থ মাকে ঘরে তালা বন্ধ করে রেখে স্ত্রী, সন্তানদের নিয়ে মহাকুম্ভে যান ছেলে। মাকে (Mother) ঘরের ভিতরে আটকে রেখে, শুধুমাত্র চিড়ে খেতে দিয়ে, ছেলে, বউমা চলে যান মহাকুম্ভে পূণ্যস্নান করতে। অসুস্থ বৃদ্ধা খিদের চোটে চিৎকার করে কাঁদতে শুরু করলে, স্থানীয়রা ছুটে যান এবং থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে বলে খবর।

রামগড়ের বাসিন্দা অখিলেশ কুমার সিসিএল-এর কর্মী। অখিলেশ মা সঞ্জু দেবীকে ঘরবন্দি করে রেখে মহাকুম্ভের পথে পাড়ি দেন। এরপর পাড়া প্রতিবেশী বৃদ্ধার কান্না শুনে তাঁর মেয়েকে খবর দেন। মেয়ে বাড়িতে পৌঁছে সরাসরি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘরের তালা ভেঙে সঞ্জু দেবীকে উদ্ধার করে। অসুস্থ সঞ্জু দেবীকে উদ্ধারের পর খাবার খাওয়ানো হয়। এরপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

অখিলেশ কুমার যেভাবে মাকে ঘরে তালা বন্ধ করে মহাকুম্ভে পাড়ি দেন, সেই খবর প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন স্থানীয়রা।