অবশেষে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা (Rekha Gupta)। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দেশের মধ্যে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হলেন। এই নিয়ে যথেষ্ট উচ্ছাস দেখা গেল বঙ্গ বিজেপিতেও। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, "আজকের দিনটি একজন মহিলা হিসেবে নিঃসন্দেহে গর্বের বিষয়। কারণ একজন সাধারণ নেত্রী ছিলেন রেখা গুপ্তা। সেখান থেকে আজ তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। ২৭ বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে, তারপর রেখাজিকে মুখ্যমন্ত্রী করা সত্যিই প্রশংসার বিষয়। ফলে একটা জিনিস পরিস্কার যে দল তাঁর কাজ দেখেছেন তারপর তাঁকে বেছে নিয়েছেন। একজন বিজেপির মহিলা কর্মী হিসেবে আমি খুবই গর্বিত"।

শপথ নেওয়ার পরেই ক্যাবিনেট বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

শুধু অগ্নিমিত্রাই নন, রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়াকে প্রশংসিত করেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্ব। অন্যদিকে শপথ নেওয়ার পরেই ক্যাবিনেট বৈঠক করেন রেখা গুপ্তা। তার আগে তাঁর সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতামন্ত্রীরা। এমনকী যমুনা নদী পরিদর্শনেও এদিন গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দেখুন অগ্নিমিত্রার বক্তব্য