বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে মন্তব্য করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকী বৃহস্পতিবার এই নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেছেন তিনি। অন্যদিকে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কাশ্মীরের জঙ্গি যোগ মন্তব্যের জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে বিদ্ধ করতে ব্যস্ত তৃণমূল শিবির। এই প্রসঙ্গে এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, "শুভেন্দু রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছেন সেই বক্তব্য ফিরিয়ে নিয়ে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। রাজ্যপালের কাছে গিয়ে তিনি সকলকে বিভ্রান্ত করছেন। উনি রাজভবনে গিয়ে নাটক করছেন"।

এদিন শুভেন্দু হিন্দুভোট মন্তব্যেরও পাল্টা জবাব দেন কুণাল ঘোষ। তাঁর মতে, "২০২১ সালে যেদিন শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেদিন থেকে উনি এই ধরণের মন্তব্য করে আসছেন। তাতে তাঁর এবং দলের খুব একটা লাভ হয়নি। ভোটের রেজাল্ট বেরোলেই সব হাওয়া বেরিয়ে যায়। পঞ্চায়েত ভোট, বিধানসভা এবং লোকসভা নির্বাচনেও বিজেপির হাল দেখা গিয়েছে। ফলে এই সমস্ত কথা বলে কোনও লাভ হয় না"।

দেখুন কুণাল ঘোষের বক্তব্য

বিধানসভায় মমতা বনাম শুভেন্দু

প্রসঙ্গত, চলতি সপ্তাহে অধিবেশন চলাকালীন বাইরে ও ভেতরে শাসক ও বিরোধীদের বাক্য বিনিময়ে উত্তপ্ত হয়েছে বিধানসভা। একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দু'পক্ষই কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ছিলেন। আর সেই কারণেই রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে।