(Photo Credits: IANS)

কলকাতা, ১ এপ্রিল: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতেও মহামারীর আকার নিচ্ছে মারণ ভাইরাস। এর শেষ কোথায় কেউ জানেনা! রোগমুক্ত সকালের স্বপ্ন দেখছে গোটা দুনিয়া। কিন্তু ঘুম ভাঙলেই শেষ সেই স্বপ্ন। বিশ্বজুড়ে শুধুই মৃত্যুর খবর। আতঙ্কে ঘরেই বন্দি করে রেখেছে নিজেদের সাধারণ মানুষ। আপাতত ২১ দিনের জন্য লকবন্দির ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, সম্ভবত আরও বাড়ানো হবে লকডাউনের দিন। কিন্তু এই তথ্যকে নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা। আরও পড়ুন: Mamata Banerjee: হাসপাতাল-বাজারের পর এবার লালবাজারে মমতা, সতর্ক করলেন পুলিশ কর্মীদের 

আক্রান্ত এবং মৃত্যুর খবর যত প্রকাশ্যে আসছে, তত আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। এক অজানা ভয় যেন গ্রাস করছে সকলকে। বন্ধ অফিস-দোকান, যানবাহন। রাস্তাঘাট যেন মরুভূমিতে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের।

এই মুহূর্তে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য তথ্য পেশ করল IANS। করোনার কবল থেকে কবে মুক্তি পাবে দেশ। সেই সংক্রান্তই একটি রিপোর্ট পেশ করে IANS। সেই রিপোর্টে দু'ধরণের লকডাউনের কথা জানায় তারা।

> ভারত যদি লকডাউনকে তিনভাগে ভাগ করে দেয়, আর প্রতি লকডাউনের সময়সীমার মাঝে যদি ৫ দিন ব্যবধান করে। তাহলে করোনাভাইরাস সংক্রমণের পরিমাণ তীব্রভাবে বাড়বে।

> ৪৯ দিনের জন্য যদি ভারত লকডাউন ঘোষণা করে, তাহলে ১৩ মে, ২০২০-র মধ্যে দেশে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে করোনাভাইরাস

প্রথম প্যাটার্ন অনুযায়ী, ২১ দিনের লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে ১৪ এপ্রিল। এরপর ৫ দিনের ব্যবধান। অর্থাৎ ফের লকডাউনের দিন ঘোষণা হতে পারে ১৯ এপ্রিল বা ২০ এপ্রিল। পরের লকডাউন হবে ১৭ মে। যা এভাবে চলতে থাকলে জুন অবধি চলবে লকডাউন। কারণ তৃতীয় লকডাউন শেষ হবে ৯ জুন। হিসেবনিকেশটা ঠিক কেমন হবে, দেখে নিন: (21-day lockdown till April 14 + break of 5 days + 28-day-lockdown+ break of 5 days + 18- day lockdown)

দ্বিতীয় প্যাটার্ন অনুযায়ী, লকডাউনের মাঝে কোনও ব্যবধান থাকবে না। ৪৯ দিনের লম্বা লকডাউন। এক্ষেত্রে সংক্রমণের আশঙ্কাও অনেক কমবে। ১৩ মে-র মধ্যেই শেষ হয়ে যাবে লকডাউনের সময়সীমা। প্রথম প্যাটার্ন অনুযায়ী, আরও ২৫ দিন বেশি লকডাউন মেনে চলতে হবে।