গত ২ জুন ওডিশার বালাসোরের বাহানাগা বাজার স্টেশনে তিনটি ট্রেনের সংঘর্ষে দেশ তথা দুনিয়ার অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনা ঘটে। করমণ্ডল এক্সপ্রেস সহ দুর্ঘটনায় পড়া তিনটি ট্রেনের ধ্বংসের ছবি, ভিডিয়ো দেখে আঁতকে উঠেছিল দেশ। বাহানাগা ট্রেন দুর্ঘটনায় মৃত্য়ু মিছিল চোখের জল ধরে রাখা যায়নি। দু:স্বপ্নের ২ মাস কেটে গিয়েছে। দুর্ঘটনার দু মাস পরেও অনেক চেষ্টার করেও সেই ২৯টি দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় দেহগুলি এতটাই বিকৃত হয়ে গিয়েছে, যে কিছুতেই তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
বালাসোরে ট্রেন দুর্ঘটনার পর ভূবনেশ্বরের এইমসে দুটি দফায় মোট ১৬২টি মৃতদেহ আনা হয়েছিল। তার মধ্যে ১৩৩টি দেহ মৃতদের পরিবার-আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর ৮১টি শনাক্ত না হওয়া দেহগুলির মধ্যে ৫১টি-র বিশেষ পরীক্ষার পর তাদের পরিবারের হাতে দেওয়া হয়। কিন্তু এখনও ২৯টি দেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
দেখুন টুইট
Two months have passed since the tragic triple train accident at #Odisha’s #Balasore district. However, 29 dead bodies recovered from the accident site are yet to be identified.
"All India Institute of Medical Sciences (#AIIMS) #Bhubaneswar had received a total of 162 dead… pic.twitter.com/cnzbBfsGGX
— IANS (@ians_india) August 1, 2023
ওডিশার বালাসোরে ভয়বাহ ট্রেন দুর্ঘটনায় সরকারী হিসেবে মৃতের সংখ্যা ২৯৪। যদিও বেসরকারী মৃতের সংখ্যা আরও অনেক বেশী বলে দাবি।
বালাসোরে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Balasore train accident) মামলায় তিন জনকে গ্রেফতার (arrest) করেছে সিবিআই (CBI)। ধৃতরা হল সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহন্ত (senior Section engineer Arun Kumar Mohanta), সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান (section engineer Mohammad Amir Khan) ও টেকনিশিয়ান পাপ্পু কুমার (technician Pappu Kumar)। তাদের গ্রেফতার করে সিআরপিসির ৩০৪ ও ২০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।