দেশের বিভিন্ন প্রান্তে তীব্র তাপপ্রবাহ চলছে। দেশের পূর্ব এবং পূর্ব পেনিনসুলা জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে । তবে উত্তর-পশ্চিম ভারতে বুধবার থেকে গরম কমবে ক্রমশ। ফলে উত্তর-পশ্চিম ভারতে বুধবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে দেশের অন্য প্রান্তে আগামী আরও ২ দিন তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে।
আরও পড়ুন: Heatwave: আরও ৪ দিন তাপপ্রবাহ, বঙ্গ, বিহার, অন্ধ্র পুড়ছে তীব্র গরমে
#WATCH | Severe heatwave experienced in some districts of East & East-Peninsular region of the country... There are chances that no heatwave will persist in North-West India from tomorrow and in the remaining areas heatwave will remain for 2 more days: Soma Sen Roy, IMD Delhi pic.twitter.com/PLAM2GI0xf
— ANI (@ANI) April 18, 2023