নয়াদিল্লিঃ ৪৮ ঘণ্টার ব্যবধানে জোড়া বৈঠক(Meeting)। তাতেও মেলেনি সুরাহা। কর্মক্ষেত্রে নিরাপত্তার(Security) দাবিতে রাস্তায় নেমে টানা আন্দোলন(Protest) করে চলেছেন পশ্চিমবঙ্গেরর জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors)। নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে এখনও পর্যন্ত রাজ্য সরকার(State Government) কী পদক্ষেপ করেছে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বাংলার অবস্থা যখন একপ্রকার এরকম তখন পাশের রাজ্য ওড়িশার ছবিটা একেবারে আলাদা। এ বার ডাক্তার(Doctors), নার্স এবং হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত কঅরে নয়া নির্দেশিকা জারি করল ওড়িশা সরকার(Odisha Government)। হাসপাতালে(Hospital) প্রবেশে আইডি কার্ড বাধ্যতামূলক থেকে, সমস্ত ওপিডিতে নিরাপত্তারক্ষী থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওড়িশা সরকাররে তরফে। শুধু তাই নয়, হাসপাতালের সর্বত্র সিসিটিভি ক্যামেরা থাকতেই হবে বলেও জানানো হয়েছে এই নির্দেশিকায়। এ ছাড়া হাসপাতালে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলার ব্যবস্থাও করতে চলেছে সরকার। আর জি কর কাণ্ডের পর থেকেই প্রশ্নের মুখে কর্মরত ডাক্তারদের নিরাপত্তা। হাসপাতালে একের পর এক চিকিৎসক নিগ্রহের ঘটনাও সামনে এসেছে। নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকেরা। আর এবার এই ডাক্তারদের নিরাপত্তা দিতেই এই সকল পদক্ষেপের পথে ওড়িশা সরকার।
ওড়িশায় ডাক্তারদের নিরাপত্তা দিতে তৎপর সরকার
The Odisha government has introduced a new policy to ensure a safe workplace environment for doctors, students, and medical personnel in healthcare and health education institutions. pic.twitter.com/lPZqms3OlY
— IANS (@ians_india) September 19, 2024