সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমোহন। দেশের শীর্ষ আদালতে আজ দেশের র উপস্থিতিতে শপথ পাঠ করেন বিচারপতি মনমোহন। গত ২৮ নভেম্বর ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি বিআর গাভাই, সূর্য কান্ত, হৃষিকেশ রায় এবং অভয় এস ওকার সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি মনমোহনকে সর্বোচ্চ আদালতের বিচারপতি পদের জন্য সুপারিশ করেছিল। সেই সুপারিশ অনুযায়ী হল এই নিয়োগ। বিচারপতি মনমোহনের শপথ পাঠের জেরে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩৩। দেশের শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা ৩৪ রয়েছে। ফলে একটি পদ এখনও খালি রয়েছে।
Mr Justice Sanjiv Khanna Hon’ble the chief Justice of India administered the oath to Justice Manmohan, #ChiefJustice of the #Delhi #HighCourt, elevating him to the Supreme Court, bringing the total strength to 33 with one vacancy remaining.#SupremeCourt #ChiefJusticeOfIndia pic.twitter.com/HuwKvTvzec
— Pradeep Rai (@pradeepraiindia) December 5, 2024
১৯৬২ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন বিচারপতি মনমোহন ১৭ ডিসেম্বর। তিনি বারাখাম্বা রোডের মডার্ন স্কুল থেকে তাঁর স্কুলিং করেন এবং তাঁর বিএ ডিগ্রি অর্জন করেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে ইতিহাসে (অনার্স) করে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টারে যোগ দেন এবং এলএলবি ডিগ্রি লাভ করেন।
১৯৮৭ সালে, এবং একই বছরে বার কাউন্সিল অফ দিল্লিতে অ্যাডভোকেট হিসাবে নথিভুক্ত হন। এর আগে বিচারপতি মনমোহন দিল্লির হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে ভারত সরকারের সিনিয়র প্যানেল অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালের জানুয়ারিতে তিনি দিল্লি হাইকোর্ট কর্তৃক সিনিয়র অ্যাডভোকেট মনোনীত হন। পরে তিনি ১৩ মার্চ, ২০০৮-এ দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিযুক্ত হন এবং ১৭ ডিসেম্বর, ২০০৯-এ স্থায়ী হিসাবে নিযুক্ত