দরজায় কড়া নাড়ছে দোল। রাত পেরোলেই রঙের উৎসব। সব শত্রুতা ভুলে গিয়ে একে অপরকে আলিঙ্গন করার, ভালোবাসায় ভরিয়ে দেওয়ার দিন এটি। বাড়ি থেকে দূরত্ব বা অফিসের ছুটি না পাওয়া রঙ খেলায় বাধা দিতে পারে কিন্তু, বাধা নেই নিজের প্রিয় মানুষকে বা আত্মীয়স্বজনকে শুভেচ্ছা জানাতে। তাই আজ লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে আপনার জন্য বাছাই করা কয়েকটি শুভেচ্ছা বার্তা।