
চাবি ঘুরিয়ে অ্যাক্সিলেটরে হাত দিতেই চলতে শুরু করে টোটো। তারপর সজোরে ধাক্কা মারল রাস্তার ধারে থাকা এক ট্রান্সফরমারে। উইন্ড শিল্ডে কাঁচ লাগল গলায় আর তাতেই মৃত্যু বছর সাতেকের রিয়া কুমারীর। বৃহস্পতিবার, অর্থাৎ দোলের আগের দিন এই মর্মান্তিক ঘটনা ঘটল বাগুইআটির (Baguiati) নারায়ণতলা পশ্চিম এলাকায়। উৎসবের আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা এলাকা। মেয়ের আকষ্মিক মৃত্যুতে চোখের জল বাঁধ মানছে না পরিবারের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
টোটো চালকের অসাবধানতায় মৃত্যু একরত্তির
জানা যাচ্ছে, এদিন বিকেলে রাস্তায় খেলতে বেরিয়েছিল ওই বাচ্চা মেয়েটি। রাস্তার সামনে ফাঁকা টোটো দেখে উঠে পড়ে সে। তারপরে চাবি ঘুরিয়ে অ্যাক্সিলেটরে হাত দিয়ে দেয় সে। এলাকাবাসীরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দ্রুতগতিতে চলতে শুরু করে। কিছুক্ষণ বাদে সেই টোটো সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি ট্রান্সফরমারে। এই ধাক্কায় টোটোর সামনে থাকা উইন্ড শিল্ডের কাঁচের টুকরো গলায় বিঁধে যায় রিয়ার।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
তড়িঘড়ি ঘটনাস্থলে মেয়ের পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার পরিবারের সদস্য, টোটো চালক কেন চাবি লাগিয়ে চলে গিয়েছিল? যদিও এই ঘটনার পর ওই টোটো চালক বা মালিককে পুলিশ গ্রেফতার করেছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।