Asaduddin Owaisi (Photo Credit: Twitter)

দিল্লি, ১৩ মার্চ: পশ্চিমবঙ্গের (West Bengal Assembly Election) বিধানসভা নির্বাচনে এবার লড়াই করবে মিম (AIMIM)। অর্থাৎ আসাদউদ্দিন ওবেইসির দল এবার বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করবে বলে খবর। মঙ্গলবার মিমের তরফে জানানো হয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মিম তাদের সর্বশক্তি প্রয়োগ করবে লড়বে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার ৪০ শতাংশ মুসলিম (Muslim)। ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সব আসন থেকে ওবেইসির দল লড়বে বলে জানানো হয়।

মুসলিম, দলিত, আদিবাসী সম্প্রদায়ের যে মানুষরা রয়েছেন বাংলায়, তাঁদের হয়ে লড়াই করবে মিম। এটাই বংলার লড়াইয়ে তাদের অ্যাজেন্ডা বলেও জানানো হয়েছে।

মহারাষ্ট্র (Maharashtra),উত্তরপ্রদেশ (Uttar Pradesh), দিল্লি (Delhi), বিহারে (Bihar) মিম লড়াই করেছে। এবার তারা বঙ্গের দিকে নজর ঘোরাচ্ছে। বংলায় ৪০ শতাংশ মুসলিম জনসংখ্যা হওয়ায় এবার পশ্চিমবঙ্গে ওবেইসির দল লড়াই করবে বলে স্পষ্ট জানানো হয়।

রিপোর্ট বলছে, গত পঞ্চায়েত নির্বাচনে মালদায় ৬০ হাজার ভোট পয়েছে মিম। মুর্শিদাবাদে পেয়েছে ২৫ হাজার। রাজ্যের অন্য জায়গায় ১৫ থেকে ১৮ হাজার করে ভোট মিমের ঝুলিতে পড়েছে। মিম-এর মুখপাত্র ইমরান সোলাঙ্কি একটি সর্বভারতীয় সংবামাধ্যমে এমন দাবি করেছেন।