
নয়াদিল্লিঃ বন্ধ ঘর থেকে উদ্ধার একই পরিবারের চারজনের মৃতদেহ। একইসঙ্গে আত্মঘাতী(Suicide) হয়েছেন চেন্নাইয়ের চিকিৎসক(Chennai Doctor) ডঃ বালমুরদের(৫২), তাঁর স্ত্রী সুমথী(৪৭) ও তাঁদের দুই সন্তান। চেন্নাইয়ের আন্নানগর এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় চারজনের মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অর্থনৈতিক সমস্যার জেরেই এই সিদ্ধান্ত।
চেন্নাইয়ে আত্মঘাতী চিকিৎসক, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও সন্তানদের দেহ
জানা গিয়েছে, বিপুল টাকার ঋণের বোঝা ছিল ওই চিকিৎসকের মাথায়। তা না মেটাতে পেরেই গোটা পরিবারকে নিয়ে আত্মঘাতী হন তিনি। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছে, রোজের মতো এদিন সকালেও ওই চিকিৎসকের বাড়িতে আসেন তাঁর গাড়িচালক। ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে বারবার কলিং বেল বাজান। কিন্তু তাতেও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁর। ওই গাড়িচালকই সোজা পুলিশের দ্বারস্থ হন। এরপর পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে চারজনের মৃতদেহ উদ্ধার করে। মৃত চিকিৎসকের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।
মাথার উপর ঋণের বোঝা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী চিকিৎসক
Chennai Doctor Dies By Suicide With Wife, 2 Sons; Cops Say He Had Huge Debthttps://t.co/kUXeoPp3rt pic.twitter.com/i41TgwL0L9
— NDTV (@ndtv) March 13, 2025