ভরসন্ধ্যায় শিলিগুড়িতে ভয়াবহ আগুন। পুড়ে ছাঁই প্লাস্টিক স্ক্র্যাপ গোডাউন (Plastic Scrap Godown)। জানা যাচ্ছে, ইস্টার্ন বাইপাসের রায় কলোনী এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। যদিও কারখানায় দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। তবে কয়েকঘন্টার চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বোঝা যাবে আগুন কেন লেগেছে।

আগুনের আঁচ এসে পড়েছে কারখানা লাগোয়া একাধিক বাড়িতে

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন আচমকাই কারখানা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যেই গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়। এদিকে কারখানা লাগোয়া বেশ কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কারখানার কর্মী ও এলাকাবাসীদের স্থানীয় পুলিশ  বিপদ বুঝেই নিরাপদ স্থানে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। সেই কারণে এলাকায় বিদ্যুত পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন। গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা।