হোলির আগে ছত্তিশগড়ে (Chattisgarh) বড়সড় দুই পথ দুর্ঘটনা। যার জেরে প্রাণ গেল কমপক্ষে ৯ জনের। আহত আরও ৯ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ মহাসমুন্দে ওমকারবন্দ এবং খাল্লারি গ্রামের মাঝামাঝি জায়গায় একটি গাড়ি সঙ্গে মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। গাড়িটি ওমকারবন্দ থেকে বাগবাহরার দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় তিন মহিলা ও এক পুরুষ সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। যদিও গাড়ির চালক ও এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকী ট্রাক চালকও আহত হয়েছেন বলে খবর।
দুর্ঘটনায় মৃত্যু অনেকের
অন্যদিকে বেমেতারায় একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শুষ্ক খালে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানা এলাকার অন্তর্গত জাতীয় সড়ক ৩০ এ। আর তাতে এক মহিলা ও তাঁর মেয়ে সহ মোট তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত ৮ জনকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়। ইতিমধ্যেই তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকটি বাচ্চা ছেলেমেয়ে ও মহিলা রয়েছে।
হোলি উৎযাপদনে যাওয়ার আগে মর্মান্তিক দুর্ঘটনা
ওমকারবন্দ এলাকায় নিহত ব্যক্তি আবার ছত্তিশগড়ের রাজস্ব দফতর বিভাগের অফিসার এবং মৃতরা তাঁর পরিবারেরই লোকজন ছিল বলে জানা যাচ্ছে। দুটি দুর্ঘটনাতেই হতাহতরা হোলি উৎযাপদনের জন্য বেরিয়েছিলেন। মাঝরাস্তাতেই তাঁদের সঙ্গে দুর্ঘটনাটি ঘটে।