
হায়দরাবাদ, ১৩ মার্চ: সামান্য ঘটনায় বিতর্ক তুঙ্গে। তারপর মারধর এবং খুন (Murder)। এবার গণ্ডগোলের মাঝে হঠাৎ করে এক প্রৌঢ়কে পিটিয়ে মেরে ফেলা হল। ৬২ বছরের জাকির খানকে তাঁর দোকানের সামনে প্রথমে ধাক্কা দেওয়া হয়। এরপর ঠেলতে ঠেলতে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে গিয়ে কিল, চড়, ঘুঁষি মারা হয়। প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয় ওই প্রৌঢ়কে। এক নাগাড়ে একদল যুবকের মারধরের জেরে শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। হায়দরাবাদের (Hyderabad) কাঞ্চনবাগে এমনই একটি ঘটনার জেরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
যে ভিডিয়োটি কাঞ্চনবাগ থেকে ভাইরাল হয়, সেখানে দেখা যায়, জাকির খান নামে ওই প্রৌঢ় তাঁর দোকানের সামনে থেকে বেশ কয়েকজন যুবককে উঠে যেতে বলেন। বার বার বলা সত্ত্বেও ওই যুবকরা যখন জায়গা ছাড়তে চায়নি, সেই সময় জাকিরপরপর ২টি চেয়ার টেনে ফেলে দেন। জাকির খান চেয়ার টেনে ফেলে দিতেই প্রথম এক যুবক তাঁকে ধাক্কা দেয়। এরপর একের পর এক যুবক সেখানে হাজির হয়ে জাকির খানকে পিটিয়েই মেরে ফেলে। হায়দরাবাদ থেকে এমন ভিডিয়ো উঠে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
দেখুন সেই ভিডিয়ো যেখানে পিটিয়ে মেরে ফেলা হয় এক প্রৌঢ়কে...
An elderly man was beaten to death by a group of youngsters allegedly over an argument about a small matter at Baba Nagar in #Kanchanbagh police station limits on Wednesday midnight, caught in #CCTV
According to police , Zakir Khan(62), who runs a grocery store at… pic.twitter.com/KXkO0C7RpS
— Surya Reddy (@jsuryareddy) March 13, 2025
জানা যায়, ২০১৬ সালে জাকির খানের হার্টে অস্ত্রোপচার হয়। ফলে ওই যুবকরা যখন জাকির খানের বুকে ঘুঁষি বসাতে শুরু করেন, সেই সময় তিনি আর সহ্য করতে পারেননি। ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাবার মৃত্যুর পর জাকির খানের দুই ছেলে পুলিশের দ্বারস্থ হন এবং সমস্ত ঘটনার কথা খুলে বলেন। অভিযোগ দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে বলে খবর।