
ফের দলের শৃঙ্খলারক্ষা কমিটি শো-কজ ধরাল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। বিধানসভায় ধর্ম নিয়ে শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন তিনি। আর তার জেরেই এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুনজরে পড়লেন তিনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দল। সব মিলিয়ে দলের অন্দরে আবারও চাপে পড়লেন তিনি। যদিও এই শো-কজ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন ভরতপুরের দাবাং বিধায়ক।
শুভেন্দুর মন্তব্যের বিরোধীতা করতে গিয়ে চাপে পড়লেন হুমায়ুন
আসলে গত বুধবার থেকে এই নিয়ে উত্তপ্ত ছিল বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২৬-এ ক্ষমতায় এলে সংখ্যালঘু তৃণমূল বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলা হবে। সেই মন্তব্যের পাল্টা দেন হুমায়ুন কবীর। এমনকী বিধানসভার বাইরেও তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ৭২ ঘন্টার মধ্যে তিনি যদি শুভেন্দু বক্তব্য প্রত্যাহার না করে তাহলে ৪২ জন বিধায়ক ঘরের বাইরে আপনাকে বুঝে নেবে। ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে আসুন, বুঝে নেব। আমার জাতিকে নিয়ে অপমান করলে ছেড়ে দেব না।
হুমায়ুনের মন্তব্যে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রীও
প্রসঙ্গত, তাঁর এই মন্তব্য নিয়ে বৃহস্পতিবার সকালেও তুমুল হট্টোগোল হয় বিধানসভায়। এমনকী মন্ত্রিসভার বৈঠকেও অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তাঁর নির্দেশে ভরতপুরের বিধায়ককে শো-কজ করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। এই নিয়ে দুবার শো-কজের মুখে পড়লেন তিনি। আর একবার শো-কজ করা হলেই নিয়ম অনুযায়ী সাসপেন্ড করা হবে হুমায়ুনকে। অন্যদিকে তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে এই সংক্রান্ত কোনও মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দল।