সম্প্রতি চালের রপ্তানি বন্ধ করেছে ভারত। গোটা বিশ্বজুড়ে চালের জোগান যে কারণে সংকটে পড়তে পারে। বাড়তে পারে খাদ্যদ্রব্যের দাম। এমটাই জানাচ্ছে আইএমএফ। সংস্থা মুখ্য অর্থনীতিবিদ এবং ডিরেক্টর পেরি অলিভিয়ার গ্যারিঞ্চাস জানান ভারত যে সমস্ত চালের ওপর রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে তাতে গোটা বিশ্বে খাদ্যদ্রব্যমূল্য বাড়তে পারে বলে জানা গেছে।যা বিশ্বের জন্য ক্ষতিকর বলে জানান তিনি।
রাশিয়ার তরফে ব্ল্যাক সি গ্রেইন চুক্তি বাতিল করানোর পরে পরেই ভারত থেকে চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্ল্যাক সি গ্রেইন চুক্তির মাধ্যমে ইউক্রেন থেকে শস্য রপ্তানি করা হতো ইস্তানবুলের মাধ্যমে। ইউক্রেন থেকে ৩৩ মিলিয়ন টন খাদ্যশস্য রপ্তানি করা হয়েছিল যা বিশ্বে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রেখেছিল।কিন্তু এখন সেই চুক্তি বাতিল হওয়ার কারণে দাম বাড়বে খাদ্যদ্রব্যের ওপর।
শস্যের দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আইএমএফের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা।
বৃহষ্পতিবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে নন বাসমতী সাদা চালের ওপর রপ্তানিতে নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়। তারপর থেকেই শস্যের দাম বৃদ্ধি নিয়ে বেড়েছে জল্পনা।
India’s rice exports ban to fuel volatility in global food prices: IMF
Read @ANI Story | https://t.co/4oGxHX2xib#IMF #Rice #NonBasmati #Grain #FoodInflation #India pic.twitter.com/weQQ2TLX3k
— ANI Digital (@ani_digital) July 26, 2023