দিল্লি, ৫ জানুয়ারি: রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে ফের বিতর্ক শুরু হল। এবার সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। রাহুল বলেন, ভারত জোড়ো যাত্রায় তিনি কী পোশাক পরেছেন, তা নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্ন অরহরহ কিন্তু দেশের কৃষক, শ্রমিকরা কোন পরিস্থিতিতে রয়েছেন, তা নিয়ে কোনও প্রশ্ন করা হয় না। এই কড়া শীতে দরিদ্র শিশুরা কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে,তা নিয়েও সংবাদমাধ্যম কোনও প্রশ্ন করে না কিংবা কথা বলে না বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। সবকিছু মিলিয়ে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে সরব হলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
সম্প্রতি চিনে কোভিড যখন হু হু করে সংক্রমণ ঘটাতে শুরু করে, সেই সময় ভারতেও একাধিক পদক্ষেপ করা হয় সুরক্ষার স্বার্থে। ওই সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, বারত জোড়ো যাত্রায় কোভিডবিধি মানতে হবে। পাশাপাশি মাস্ক পরতে হবে এবং টিকাকরণ য়াঁদের হয়েছে, তাঁরাই শুধু ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে পারবেন বলে জানান মনসুখ মান্ডব্য।
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে একাধিক বাঁধনবে বাঁধায় তা নিয়ে জোরদার সমালোচনা করা হয় কংগ্রেসের তরফে।