ফের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত রবিবার রাতে নদিয়ার (Nadia) হাঁসখালি থেকে গ্রেফতার তিনজন। এদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয় ছিলেন। জানা যাচ্ছে, ভারতের ওই ব্যক্তি দালাল হিসেবে কাজ করছিলেন এবং অনুপ্রবেশকারীদের পড়শি দেশে পাঠানোর সময়ই হাতেনাতে ধরে পুলিশ। বাংলাদেশি নাগরিকদের থেকে কোনও বৈধ নথিপত্র মেলেনি। সোমবার অভিযুক্তদের আটক করে আদালতে তোলা হয়। যদিও এদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কোন উদ্দেশ্যে তাঁরা বাড়িতে এসেছিলেন এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দালালের সাহায্যে বাংলাদেশে ফেরার চেষ্টা
জানা যাচ্ছে, বেশ কয়েকদিন আগে বাংলাদেশ থেকে দুই যুবক ভারতে এসেছিল। এখানে এসে নদিয়ার হাঁসখালিতে ওই দালালের বাড়িতে কয়েকদিন গা ঢাকা দিয়েছিল। যদিও জেরায় তাঁরা প্রথমে দাবি করে যে ভারতের ওই ব্যক্তি তাঁদের আত্মীয়। পরবর্তীকালে অবশ্য স্বীকার করে যে সে আসলে একজন দালাল। পরিকল্পনা মতো রবিবার গভীর রাতে তাঁরা হাঁসখালিতে যায় সীমান্ত পেরোনোর সময়।
তদন্তে নেমেছে পুলিশ
আর সেই সময়ই পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। প্রথমে পুলিশ দেখে তাঁরা পালানোর চেষ্টা করে। তারপর তাঁদের ধাওয়া করে আটক করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ