MS Dhoni & Rishabh Pant (Photo Credit: @InsideSportIND/ X)

প্রত্যাশিতভাবেই লখনৌ সুপারজায়েন্টসের অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের নাম ঘোষণা করা হল। এবারের নিলামে পন্থকে রেকর্ড ২৭ কোটি টাকায় কিনেছিল সঞ্জীব গোয়াঙ্কার লখনৌ ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগে দিল্লি ক্যাপিটালসের কাছে পন্থ অনুরোধ করেছিলেন, তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। এরপরই মেগা নিলামে রেকর্ড টাকায় পন্থকে কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। তখনই বোঝা গিয়েছিল লখনৌয়ের নেতৃত্বভার দেওয়া হবে পন্থকে। অধিনায়ক হওয়ার খবরটা পন্থ শুনলেন কলকাতায় এসে। আগামী বুধবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে খেলতে কলকাতায় এসেছেন পন্থ।

পন্থের মুখে মাহির কথা

মালিক সঞ্জীব গোয়েঙ্কার পাশে বসে পন্থ বললেন, " মাহি ভাই (ধোনি)-য়ের কথাগুলো খুবই জনপ্রিয়। এমএস ধোনি বলেন, " নিজের কাজটা করে যাও, ফল নিজে থেকেই ধরা দেবে। আমি সেটা সবসময় মাথায় রাখি।'প্রসঙ্গত, ২০২২ আইপিএল থেকে খেলছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনৌ (LSG)। আইপিএলে তাদের প্রথম দুটি মরসুমে প্লে অফে উঠে চমকে দিয়েছিল লখনৌ। কিন্তু প্রথম দুবার তৃতীয় হলেও গতবার মানে ২০২৪ আইপিএলে সপ্তম স্থানে শেষ করে হতাশজনক ফল করেছিল লখনৌ।

আইপিএল ২০২৫-এর অধিনায়করা

প্রসঙ্গ পন্থ

২০১৫ সাল থেকে দিল্লি ক্যাপিটলসে খেলেন পন্থ। এই প্রথম দিল্লির বাইরে কোনও ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন। এখনও আইপিএলে খেতাব জেতার স্বাদ পাননি ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা তারকা উইকেটকিপার-ব্যাটার। পন্থের লখনৌয়ে আছেন ডেভিড মিলার, আইডেন মার্করাম, নিকোলাস পুরান, মিচেল মার্শের মত তারকা বিদেশী বিস্ফোরক ব্যাটাররা। বোলিং ইউনিটে আছেন আকাশদীপ, আবেশ খান, শাহবাজ আহমেদ, মহসিন খান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই-র মত প্রতিশ্রুতিবানরা।

রাহুল-পন্থে পাল্টাপাল্টি

এতদিন লখনৌয়ের নেতৃত্বে ছিলেন কেএল রাহুল। আর পন্থ ছিলেন দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে। রাহুলকে নিলামে ১৪ কোটি টাকায় কেনে দিল্লি ক্যাপিটালস।