কলকাতা, ২০ জানুয়ারি: সঞ্জয় রায়ের (Sanjay Roy) সাজা ঘোষণা করল আদালত। আরজিকরে (RG Kar) চিকিৎসক ধর্ষণ, খুনকাণ্ডে (Kolkata Doctor Rape, Murder Case) সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে আজ আদালত। শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে সঞ্জয় রায়কে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে জানানো হয়। সোমবার দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হল না সঞ্জয় রায়কে। আমৃত্যু জেলে কাটাতে হবে বলে জানানো হয়। সেই সঙ্গে বিচারক জানান, এই ঘটনা 'বিরলের মধ্যে বিরলতম' ঘটনা নয়। পাশাপাশি নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দিতে হবে বলে জানানো হয় আদালতের তরফে।
এদিকে সোমবার শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে তোলা হলে, আরজিকর-কাণ্ডের মূল অভিযুক্ত দাবি করে, সে কোনও অপরাধ করেনি। কর্মরত চিকিৎসকের ধর্ষণ এবং খুন-কাণ্ডে সে জড়িত নয় বলে দাবি করে সঞ্জয় রায়। শাস্তি ঘোষণার দিন সঞ্জয় রায় আদালতে হাজির হয়ে দাবি করে, 'আমি খুন করিনি। ধর্ষণও করিনি। আমায় মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।' বিচারকের উদ্দেশে সঞ্জয় রায়কে বলতে শোনা যায়, 'আপনি সব দেখতে পাচ্ছেন। আমি নিরপরাধ। এমনকী আমায় অত্যাচার করা হয়েছে।'
আরজিকরে কর্মরত চিকিৎসকের ধর্ষণ এবং খুন-কাণ্ডে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। দেশ জুড়ে প্রতিবাদ শুরু করেন চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকরা। সবকিছু মিলিয়ে আরজিকর-কাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।