Mamata Banerjee On Sanjay Roy (Photo Credit: ANI/X)

কলকাতা, ২০ জানুয়ারি: 'এই নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত।' আরজিকর-কাণ্ডের রায় ঘোষণার পর এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়েপাধ্যায় (Mamata Banerjee)। আরজিকর-কাণ্ড অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্য়োপাধ্যায়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আরজিকর-কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে সঞ্জয় রায়ের ফাঁসি হলে, মনকে অন্তত তিনি শান্তনা দিতে পারতেন। এমনও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: RG Kar Case: যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের, আরজিকরে চিকিৎসক ধর্ষণ, খুন-কাণ্ডে রায় ঘোষণা আদালতের

সোমবার দুপুরে সঞ্জয় রায়ের (Sanjay Roy) সাজা ঘোষণা করে আদালত। আরজিকরে (RG Kar) চিকিৎসক ধর্ষণ, খুনকাণ্ডে (Kolkata Doctor Rape, Murder Case) সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে আজ আদালত। শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে সঞ্জয় রায়কে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে জানানো হয়। সোমবার দীর্ঘ প্রতীক্ষার পরও শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হল না সঞ্জয় রায়কে। পরিবর্তে সঞ্জয়কে আমৃত্যু জেলে কাটাতে হবে বলে জানানো হয়।

সেই সঙ্গে শিয়ালদহ আদালতের বিচারক আরও জানান, এই ঘটনা 'বিরলের মধ্যে বিরলতম' ঘটনা নয়। পাশাপাশি নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দিতে হবে বলে জানানো হয় আদালতের তরফে।