প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা (Photo credits: Twitter/Naveen Jindal|File)

ভুবনেশ্বর, ১৪ জুন: নির্ধারণ হয়ে গেল পুরীর (Puri) জগন্নাথদেবের রথযাত্রার (Rath Yatra) নিয়ম নির্দেশিকা । করোনা (COVID-19) পরবর্তী পর্যায়ে কী ভাবে প্রভু জগন্নাথ দেবের (Jagannath Dev) রথযাত্রা সম্পন্ন করা হবে, সেই নিয়ে ভাবনায় পড়েছিল ওড়িশা প্রশাসন। রথযাত্রা হবে কিনা তা নিয়ে ছিল বড়সড় প্রশ্ন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ জুন রথযাত্রায় প্রভু জগন্নাথের সেবায় থাকবেন ৫ হাজার সেবায়েত। পুরীর মন্দির অঞ্চল জুড়ে জারি থাকবে ১৪৪ ধারা।

মন্দির সোসাইটির পক্ষ থেকে তিনটি হাতি রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। এবারের পুরীর রথযাত্রার বড় চমক এই হাতিই। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কর্মী মোতায়েন থাকলেও রথের দড়ি টানবেন ৫ হাজার সেবায়েত। এই মুহূর্তে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে সেবাইতের সংখ্যা প্রায় দশ হাজার। বৈঠকের পর শেষ পর্যন্ত ঠিক হয়, সেবাইতদের মাধ্যমেই ২৩ জুন প্রভু জগন্নাথ দেবের রথ টানা হবে। ২৩ জুন সকাল ১১ টা থেকে দুপুর বারোটার মধ্যে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে জগন্নাথ দেবের রথ। আরও পড়ুন, এবছরের শেষে ইউরোপকে করোনা প্রতিরোধী ৪০০ মিলিয়ন ভ্যাকসিন সরবরাহের জন্য চুক্তিবদ্ধ অ্যাস্ট্রাজেনেকা

প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত অঞ্চল জুড়ে বলবৎ থাকবে ১৪৪ ধারা। করোনা পরিস্থিতি মাথায় রেখে আইন শৃঙ্খলা বজায় রাখতে হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হবে। মন্দিরের মুখ্য দ্বৈতাপতি রাজেশ দ্বৈতাপতি জানান, "অন‍্য বার প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় পুরীতে। এবারের পরিস্থিতি অন্যরকম। একেবারে নতুন। রথযাত্রায় সামিল হতে পারবেন শুধুমাত্র সেবাইতরা। মন্দির কমিটির পক্ষ থেকে তিনটি হাতি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ১৬ জুন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকে বসবেন মন্দির সোসাইটির সদস্যরা।"