Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

ট্যাংরা কাণ্ডের ছায়া এবার বীরভূমে (Birbhum)। ঋণ পরিশোধ করতে না পারায় দুই মেয়েকে রেখে আত্মঘাতী হলেন এক দম্পতি। স্থানীয় ব্যাঙ্কের থেকে লোন নিয়েছিলেন, আর সেই টাকা শোধ করতে না পারায় এলাকাবাসীদে সামনে তাঁদের হেনস্থা করত কর্মীরা, এমনকী বাড়িতে তালা ঝোলাতেও চেয়েছিলেন তাঁরা। তারপরেই অপমানে চরম সিদ্ধান্ত নেয় দম্পতি। বুধবার সকালে লাভপুর ব্লকের চৌহাট্টা মহোদরী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবনা গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার হয় দুজনের দেহ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে মেয়েরা ঘুমিয়ে পড়ার পর বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তাঁরা। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

কীটনাশক খেয়ে আত্মঘাতী দম্পতি

জানা যাচ্ছে, পেশায় দিনমজুর লক্ষণ মুখোপাধ্যায় (৫২) কয়েকমাস আগে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু সময়মতো টাকা পরিশোধ করতে পারছিলেন না। এই কারণে মাঝেমধ্যেই ব্যাঙ্কের লোক এসে টাকা চাওয়ার নামে অপমান করতেন। এমনকী বুধবার সকালে রিকভারি এজেন্ট এসে বাড়িতে তালা ঝোলাতে যায়। মেয়েদের সামনে এই অপমান হওয়ায় রাতের অন্ধকারে স্ত্রী বনশ্রী মুখোপাধ্যায়কে নিয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন লক্ষণ।

তদন্তে নেমেছে পুলিশ

সকালে ঘর থেকে দেহ উদ্ধার হয় তাঁদের। এরপরেই স্থানীয় খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহদুটি উদ্ধার করে। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।