
নয়াদিল্লিঃ দলিত (Dalit) নাবালিকাকে অপহরণ(Kidnap) করে ধর্ষণ(Rape)। অ্যাসিড(Acid) দিয়ে পুড়িয়ে দেওয়া হল নির্যাতিতার হাতের 'ওম' লেখা ট্যাটু। গ্রেফতার ৪ অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। জানা গিয়েছে, বুধবার বাড়ির কাছ থেকে অপহরণ করা হয় ১৪ বছরের ওই নাবালিকাকে। এরপর তাকে ধর্ষণ করে সলমন, জুবাইর, রশিদ ও আরিফ নামে চার যুবক। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে মোরাদাবাদ পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
দলিত কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
নির্যাতিতার অভিযোগ, বুধবার সন্ধ্যায় বাড়ির সামনের এক দর্জির দোকানে গিয়েছিল সে। একাই পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরছিল সে। তখনই সেখান থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে মাদক খাইয়ে তাকে অজ্ঞান করে তার উপর শারীরিক অত্যাচার চালানো হয়। অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তার হাতের ট্যাটু।পাছে ঘটনা জানাজানি হয় তা নির্তাযাতিকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা। কোনওভাবে সেখান থেকে পালিয়ে আসে ওই নাবালিকা। এরপরই পুলিশের দ্বারস্থ হয় সে। ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, তার বয়ান রেকর্ড করেছে পুলিশ।
দলিত কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার ৪
Moradabad Horror: 14-Year-Old Dalit Girl Kidnapped, Gang-Raped, ‘Om’ Tattoo on Her Hand Burnt With Acid, Forcibly Fed Meat in Uttar Pradesh; 1 Arrested https://t.co/5fGnuHAQLq#Moradabad #UttarPradesh
— LatestLY (@latestly) March 6, 2025