
নয়াদিল্লিঃ সোনা(Gold) গয়না, টাকাপয়সা(Cash) চুরির ঘটনা নতুন নয়। এবার চুরির তালিকায় মানুষের চুল। বেঙ্গালুরুতে(Bengaluru) চুরি গেল ৮৩০ কেজি মানুষের চুল। যার দাম প্রায় ১ কোটি টাকা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, চুলের ব্যবসা করতেন ভেঙ্কটস্বামী কে নামে এক ৭৩ বছরের বৃদ্ধ। উত্তর বেঙ্গালুরুর বাসিন্দা তিনি। আগে হেব্বাল এলাকায় থাকত তাঁর ব্যবসার চুল। কিছুদিন আগে চুল মজুত করে রাখার জায়গার পরিবর্তন করেন তিনি। বর্তমান ব্যবসার ওই চুল থাকত লক্ষ্মীপুরা ক্রস এলাকার একটি গুদামে। একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের বেসমেন্টে ছিল ওই গুদামটি। সেই গুদাম থেকেই চুরি গিয়েছে চুল,এমনটাই অভিযোগ ওই ব্যবসায়ীর। মোট ২৭ টি ব্যাগে রাখাছিল ৮৩০ কেজি মানুষের চুল।
১ কোটি টাকার চুল চুরি
বৃদ্ধ ব্যবসায়ীর অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে তাঁর গুদামে হানা দিয়েছিল ৬ জনের একটি দল। লোহার রড দিয়ে গোডাউনের শাটার ভেঙে ভিতরে ঢুকে মজুত চুল নিয়ে পালায় তাঁরা। স্থানীয় এক বাসিন্দা ওই ৬ জনকে গাড়িতে অনেকগুলো ব্যাগ তুলতে দেখেছিল বলে পুলিশিকে জানিয়েছেন ভেঙ্কটস্বামী। ঘটনাটি নজরে আসে পথচলতি আরেক ব্যক্তির। তাঁদের মাধ্যমেই খবর পৌঁছয় ভেঙ্কটস্বামীর কাছে। খবর পেয়ে ছুটে এসে ওই ব্যবসায়ী দেখেন গুদামে মজুত চুল চুরি গিয়েছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে ওই গুদামের আশেপাশের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু সিসিটিভি ফুটেজের গুণমান খুব একটা ভাল না হওয়ায় সন্দেহভাজনদের চিহ্নিত করতে খানিক বেগ পেতে হচ্ছে পুলিশকে। গোটা ঘটনার তদন্ৎ চলছে।
গুদাম থেকে চুরি গেল ১ কোটি টাকার মানুষের চুল
Bengaluru: Robbers Steal 830 Kg of Human Hair Worth INR 1 Crore From Godown in Lakshmipura Cross, Probe Ordered As Video Surfaces https://t.co/tVbuKVAE3g#Bengaluru #HumanHair #ViralVideo
— LatestLY (@latestly) March 6, 2025