Photo Credit: X@editorji

ফাল্গুনে তাপমাত্রার লাগাতার ওঠাপড়া লেগেই রয়েছে। চলতি সপ্তাহে এই আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরে সকাল বেলায় প্রখর রোদের তাপে তীব্র গরম। কিন্তু ভোরবেলা ও রাতের দিকে হঠাৎ করেই তাপমাত্রার পতন চোখে পড়ছে। আজও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।বুধে রাতের তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় সামান্য কমেছে। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আগামী দু’দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। তবে দিন ও রাতের তাপমাত্রা, দুই-ই স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর।

আগামী সপ্তাহে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে। সোমবার থেকে পারদ থাকবে ঊর্ধ্বমুখী। মার্চের দ্বিতীয় সপ্তাহে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদায় নিতে চলেছে। গরমের দাপট শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

 উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ৩ জেলায়ঃ

গত সপ্তাহে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকেই উত্তরবঙ্গে ফের ঝড়বৃষ্টি শুরু হতে পারে। চলবে পরের সপ্তাহ পর্যন্ত। বুধবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার দার্জিলিং, জলপাইগু়ড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। শনিবারের জন্য ওই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দু'দিনে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।